মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শান্তকেই বেছে নিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

শান্তকেই বেছে নিল বিসিবি

ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়ে এই প্রথম বিসিবির পরিচালনা পর্ষদের সভা করলেন নাজমুল হাসান পাপন। ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসানের প্রথম বৈঠকেই বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বসম্মতভাবে পরিচালকরা ২০২৪ সালের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-২০-তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে মনোনীত করেছেন। নাজমুলকে দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানের জায়গায়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব নিজ থেকেই টাইগারদের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। গতকাল তিনি ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতিকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। অবশ্য সাকিব অনেক দিন ধরেই অনিয়মিতভাবে টাইগারদের নেতৃত্ব দিচ্ছিলেন। গতকালের সভায় আরও একটি সিদ্ধান্ত ছিল চমকে দেওয়ার মতো। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক ও জাতীয় দলের ম্যানেজার গাজী আশরাফ হোসেন লিপুর হাতে। মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নতুন করে প্রধান নির্বাচকের চুক্তি নবায়ন করেনি ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন কাজী হাবিবুল বাশার সুমনও। টিকে গেছেন আবদুর রাজ্জাক রাজ। নির্বাচক প্যানেলের চুক্তি ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। বাশার সুমনের জায়গায় নির্বাচক প্যানেলের সদস্য হয়েছেন হান্নান সরকার।

নাজমুল হোসেন শান্ত এবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হননি। এর আগেও তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন। সেসব ছিল কারও না কারও অনুপস্থিতিতে। বিশ্বকাপ ক্রিকেটে টাইগারদের দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। দুটি ম্যাচই পুণেতে নেতৃত্ব দিয়েছেন ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচে। দুটি ম্যাচে সাকিব খেলতে পারেননি ইনজুরির জন্য। সর্বশেষ তিনি টেস্টে নেতৃত্ব দিয়েছেন ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ঘরের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারায়। লিটন দাস বিশ্রামে থাকায় তাকে নেতৃত্ব তুলে দেওয়া হয়। শুধু টেস্ট সিরিজ নয়, ওয়ানডে ও টি-২০ সিরিজেও অধিনায়ক ছিলেন নাজমুল শান্ত। অফিশিয়ালি দায়িত্ব পাওয়ার পর নাজমুল শান্তর কাজ শুরু হবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে।

সর্বশেষ খবর