শিরোনাম
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রাম পর্ব শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম পর্ব শুরু আজ

ঢাকা, সিলেট এবং ঢাকা পর্ব শেষ। আজ শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। বন্দরনগরী চট্টগ্রামে হবে চতুর্থ ধাপের খেলা। চট্টগ্রামেই নির্ধারিত হবে সুপার ফোর বা প্লে অফের চার দল। সাত দলের আসরে সুপার ফোরের লড়াই থেকে বিদায় নিয়েছে দুর্দান্ত ঢাকা। টিকে আছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। অবশ্য লড়াইয়ে কিছুটা পিছিয়ে সিলেট। সুপার ফোরে জায়গা নিতে লড়াইয়ে থাকা দলগুলো বিদেশি তারকা ক্রিকেটার ভেড়াচ্ছে। পিএসএল শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। এজন্য পাকিস্তানের তারকা ক্রিকেটাররা বিপিএলের মাঝপথে চলে গেছেন। রয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। পাকিস্তানি ক্রিকেটারদের অভাব পূরণ করতে চায় সুপার ফোর বা প্লে অফের জন্য টিকে থাকা দলগুলো। এবার চট্টগ্রাম পর্বে দেখা যাবে বেশ কিছু তারকা ক্রিকেটার। দলগুলো ভেড়াচ্ছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের।

চট্টগ্রাম পর্ব আজ শুরু হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ দিয়ে। দুপুর দেড়টায় মুখোমুখি হবে দল দুটি। সন্ধ্যা সাড়ে ৬টায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। দিনের প্রথম ম্যাচের প্রতিদ্বন্দ্বী কুমিল্লা ও চট্টগ্রামের পয়েন্ট সমান ১০। চট্টগ্রাম ম্যাচ খেলেছে আটটি এবং কুমিল্লা খেলেছে সাতটি। দুই দলের পয়েন্ট সমান হলেও ১.১৩০ রান রেট নিয়ে চট্টগ্রামকে পেছনে ফেলেছে। চট্টগ্রামের রান রেট -০.৫০৫। যদি চট্টগ্রাম হারায় কুমিল্লাকে, তাহলে দুইয়ে উঠবে শুভাগত হোমের চট্টগ্রাম। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা যদি জিতে যায়, তাহলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে। এ জন্য খুলনার বিপক্ষে হারতে হবে রংপুরকে। নুরুল হাসান সোহানের রংপুর হেরে গেলে এবং কুমিল্লা জিতলে দুই দলের পয়েন্ট হবে ১২। তখন রান রেটে নির্ধারিত হবে শীর্ষস্থান। রংপুর যদি জিতেই যায়, তাহলে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরেই থাকবে এবং প্রায় নিশ্চিত হয়ে যাবে প্লে অফ। অবশ্য তখন খেলতে হবে, শীর্ষ দুইয়ে থাকতে। কেননা পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা দুই দলের দুবার করে সুযোগ থাকে ফাইনাল খেলার। কুমিল্লার নিয়মিত মুখ মঈন আলি। প্রথম তিন ধাপের ৭ ম্যাচ খেলেননি ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। আজ থেকে খেলবেন কুমিল্লার হয়ে। বাবর আজম মোহাম্মদ নবীরা চলে গেছেন। তাদের জায়গায় রংপুর দলভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস, ইমরান তাহির, জিমি নিশামকে।

সর্বশেষ খবর