মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আবাহনী মোহামেডানের গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী মোহামেডানের গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই

২৩ ফেব্রুয়ারি পেশাদার ফুটবল লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দেশের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডান। তার আগে আজ এবিজি ফেডারেশন কাপের লড়াইয়ে তারা লড়বে। দুই দলের নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে গেছে। ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কারা কোয়ার্টার ফাইনাল খেলবে তা নিশ্চিত হবে। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়নের ম্যাচে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান লড়বে। দুদলই দুটি করে ম্যাচ জিতেছে। তবে আজ ড্র করলেই গোল পার্থক্যে আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। মোহামেডানকে জিততেই হবে। গত মৌসুমে দুই দল ফাইনালে মুখোমুখি হয়। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থেকেও চ্যাম্পিয়ন হয় মোহামেডান। ফাইনালে সুলেমান দিয়াবাতে একাই চার গোল করেন। ফেডারেশন কাপে মোহামেডান ও আবাহনী ছাড়াও নকআউট পর্ব নিশ্চিত করেছে শেখ জামাল, পুলিশ, বসুন্ধরা কিংস, ফর্টিস এফসি। আজ চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে বাকি কোন দল নকআউটে জায়গা পাবে। ২, ১৬, ২৩ ও ৩০ এপ্রিল কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ হবে। ৭ ও ১৪ মে দুই সেমিফাইনাল। ২১ মে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ফাইনাল।

সর্বশেষ খবর