বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আবাহনীকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ফুটবলে ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান তাদের চেনা রূপ ফিরে পাচ্ছে। গত মৌসুমে আবাহনীকে হারিয়ে আট বছর পর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়। তা-ও আবার ফাইনালে ০-২ গোলে পিছিয়ে থেকে। এবারের মৌসুমে প্রথম ট্রফি স্বাধীনতা কাপে রানার্সআপ। ১৭ বছরে পেশাদার লিগে শিরোপা না জিতলেও এবার শিরোপা রেসে ভালোভাবে টিকে আছে। ১৫ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। গতকাল আবার আবাহনীকে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থেকেও ২-১ গোলে জিতেছে সাদা-কালো জার্সিধারীরা। অথচ ম্যাচ ড্র করলেই আবাহনীই গ্রুপ চ্যাম্পিয়ন হতো। কুমিল্লায় হারের প্রতিশোধ নিতে পারেননি ক্রসিয়ানির শিষ্যরা। জয় হলো আলফাজ বাহিনীর।

প্রথমার্ধের ৩৯ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে আবাহনী এগিয়ে যায়। সমতা ফেরানোর মতো আক্রমণ করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ভয়ংকর রূপ ধারণ করে মোহামেডান। ৫১ ও ৫৫- চার মিনিটের ব্যবধানে এমানুয়েল সানডের জোড়া গোলে মোহামেডান জিতে যায়।

 ২০১৯ সালে পেশাদার লিগে নির্ধারিত সময়ে আবাহনীকে হারানোর পর গতকাল শিডিউল টাইমে জিতে মাঠ ছাড়ে সাদা-কালোরা। ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহে দুই দল লিগে লড়বে।

সর্বশেষ খবর