বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ক্রিকেট লিগের পর্দা উঠবে ৯ মার্চ

ক্রিকেট লিগের পর্দা উঠবে ৯ মার্চ

৯ মার্চ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। গতকাল সিসিডিএমের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তার আগে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি হবে দলবদল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ছাড়াও ফতুল্লা ও বিকেএসপির দুটি মাঠে ম্যাচ হবে। শেরেবাংলা স্টেডিয়াম অবশ্য সব সময় পাওয়া যাবে না। লিগের সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান ও বোলারের পুরস্কার ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আগে ২ লাখ টাকা থাকলেও এবার আড়াই লাখ টাকা করা হয়েছে। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় আগে ১০ হাজার টাকা পেলেও এখন পাবেন ১৫ হাজার। পুরস্কারের অর্থ বাড়লেও অনেকে এতে সন্তুষ্ট নন। জাতীয় দলের সাবেক এক অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থের অভাব নেই। নিজেদের ফান্ড থেকে ক্যাটাগরি ভাগ করে চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন দেয়। সরকারি অনুদান তাদের খুব একটা প্রয়োজন পড়ে না। ভেন্যু সংস্কারের অর্থও বিসিবি থেকে দেওয়া হয়।’

বাংলাদেশের ক্রিকেটের বর্তমান যে অবস্থা সেখানে ঢাকা প্রিমিয়ার লিগের ভূমিকা অনেক। এ লিগ ঘরোয়া ক্রিকেটের সেরা আসর। এখানে খেলেই ক্রিকেটাররা প্রতিষ্ঠিত হয়েছেন। সেখানে লিগে ব্যক্তিগত ও দলীয় পুরস্কারে যে অর্থ দেওয়া হচ্ছে তা বেমানান। এ অর্থ আরও বাড়ানো দরকার। এবার লিগ হবে বিদেশি ক্রিকেটার ছাড়াই।

সর্বশেষ খবর