বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যে কারণে শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

যে কারণে শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যেমন টর্নেডো গতির ব্যাটিং তেমনি ক্ষুরধার বোলিং। কয়েক ম্যাচ না খেলেও তিনি বিপিএল চলতি আসরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। বিপিএলের শুরুর দিকে চোখের সমস্যায় বেশ ভুগেছেন সাকিব। আসরের মাঝ পথেই সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তবে কি চোখের সমস্যার জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে ছুটি নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার? এমন প্রশ্নের উত্তরে গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশাল এবং দুর্দান্ত ঢাকার ম্যাচ শেষে নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘সাকিবের ব্যাপারটা হচ্ছে অবশ্যই তার ইনজুরি। ছুটি চাওয়ার ব্যাপারটা হচ্ছে- ইনজুরির কারণে ও সময় নিচ্ছে। ও ভালো ট্রিটমেন্ট করবে সম্ভবত।’ সাকিবের ইনজুরির বিষয়ে বিসিবি খুবই সতর্ক। তবে দেশের হয়ে না খেললেও সাকিব ঘরোয়া ক্রিকেট কি চালিয়ে যাবেন সাকিব? রাজ্জাক বলেন, ‘এখনো আমি জানি না। এটা আসলে কী হয়, আলোচনা এমন হয়েছে পরিবেশই এভাবে তৈরি হয়েছে। কারণ ওর এরকম সমস্যা চলছে। মেডিকেল দলের যে কথা, সাকিবের যা চাওয়া আমরা আসলে সেটার সঙ্গে গিয়েছি। এই-ই, আর কিছু না। ’

বিপিএলের এ আসরে সাকিব ব্যাট হাতে ৮ ম্যাচে করেছেন ১৩৪ রান, বল হাতেও পেয়েছেন ১৩ উইকেট।

সর্বশেষ খবর