শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রোহিতের পর জাদেজার সেঞ্চুরি

রোহিতের পর জাদেজার সেঞ্চুরি

অভিষিক্ত সরফরাজ খান দারুণ ব্যাটিং করছিলেন। কিন্তু দুর্ভাগ্য সরফরাজের, ব্যক্তিগত ৬২-তে রানআউট হন। রানআউট হন রবীন্দ্র জাদেজার ডাকে সাড়া দিয়ে। ঘরের মাঠ রাজকোটে জাদেজা তখন ব্যাট করছিলেন ৯৯ রানে। সরফরাজ না পারলেও সেঞ্চুরি করেছেন বাঁ হাতি স্পিন অলরাউন্ডার জাদেজা। দিন শেষে অপরাজিত থাকেন ১১০ রানে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টিতে গতকাল প্রথম দিন সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। রোহিত আউট হয়েছেন ১৩১ রানে। দুজনের সেঞ্চুরিতে ভারত প্রথম দিন সংগ্রহ করেছে ৫ উইকেটে ৩২৬ রান।

 ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলছেন না সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ফাস্ট বোলার মার্ক উডের বিধ্বংসী বোলিংয়ে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। সেখান থেকে রোহিত-জাদেজা জুটি টেনে নিয়ে যান চতুর্থ উইকেটে ২০৪ রান যোগ করে। রোহিত ক্যারিয়ারের ১১ নম্বর সেঞ্চুরির ইনিংসটি খেলেন ১৯৬ বলে ১৪ চার ও ৩ ছক্কায়। জাদেজা ১১০ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ২১২ বলে ৯ চার ও ২ ছক্কায়। সরফরাজ ইনিংসটি খেলেন ৬৬ বলে ৯ চার ও ১ ছক্কায়।

সর্বশেষ খবর