শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অভিষেকেই ৯ উইকেট

অভিষেকেই ৯ উইকেট

তৃতীয় দিন শেষে পুরোপুরি জমে উঠেছে হ্যামিল্টন টেস্ট। টেস্টটি জিততে স্বাগতিক নিউজিল্যান্ডের দরকার ২২৭ রান এবং দক্ষিণ আফ্রিকার চাই ৯ উইকেট। সফরকারী প্রোটিয়াদের ছুড়ে দেওয়া ২৬৭ রানের জবাবে স্বাগতিক ব্ল্যাক ক্যাপসরা দিন শেষ করেছে ১ উইকেটে ৪০ রান তুলে। তবে দিনের সব ফোকাস টেনে নিয়েছেন দুই দেশের দুই ক্রিকেটার। ডেভিড বেডিংহাম গতকাল ১১০ রান করেন ১৪১ বলে ১২ চার ও ২ ছক্কায়। অসাধারণ বোলিং করেছেন কিউই ফাস্ট বোলার উইলিয়াম ও’রুকে। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন।

 তার দ্বিতীয় ইনিংসের স্পেল ১৩.৪-৪-৩৫-৫। তার বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে শেষ ৬ উইকেট হারায় মাত্র ৩৩ রানে। ফলে সফরকারীরা ২৩৫ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে করেছিল ২৪২ রান। নিউজিল্যান্ড ইনিংসে করেছিল ২১১ রান।

সর্বশেষ খবর