শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টি-২০ ক্রিকেটে জাপানের বিশ্ব রেকর্ড

টি-২০ ক্রিকেটে জাপানের বিশ্ব রেকর্ড

হংকংয়ে চলমান ইস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জাপানের দুই ওপেনার লাচলান ইয়ামামোতো-লেক ও কেন্দেল কাদোয়াকি-ফ্লেমিং ২৫৮ রান করেছেন চীনের বিপক্ষে। যা আন্তর্জাতিক ও স্বীকৃত টি-২০ ম্যাচে নতুন বিশ্ব রেকর্ড। লাচলান ও কেন্দেল দুজনই সেঞ্চুরি করেছেন। হংকংয়ে লাচলান ৬৮ বলে ৮ চার ও ১২টি ছক্কা মারেন। কেন্দেল ১০৯ রান করেন ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্কায়। ২০ ওভারের একটি ম্যাচে এক দলের দুই ওপেনারের সেঞ্চুরির রেকর্ড রয়েছে। ২০২২ সালের মে মাসে বুলগেরিয়ার বিপক্ষে চেক প্রজাতন্ত্রের দুই ওপেনার সাবাউন দাভিজি (১১৫*) ও ডিলান স্টেইন (১০৬) রান করেন।

টি-২০ ক্রিকেটে আগের বিশ্ব রেকর্ড ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রান করেন আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও উসমান ঘানি। রেকর্ড বুককে সমৃদ্ধ করা ম্যাচে চীনকে ৭৮ রানে অলআউট করে ১৮০ রানে জয় পায়।           

সর্বশেষ খবর