শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অশ্বিনের ৫০০ উইকেট

ক্রীড়া ডেস্ক

অশ্বিনের ৫০০ উইকেট

রবীচন্দন অশ্বিন

একটি মাত্র উইকেটের দরকার ছিল। মাইলফলকটি গড়তে সময়ও বেশি নেননি রবীচন্দন অশ্বিন। নিজের সপ্তম বলে ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে আউট করে রেকর্ড বইয়ে নাম লিখেন। নাম লিখেন লিজেন্ড মুত্তিয়া মুরলিধরন, শেন ওয়ার্ন, অনিল কুম্বলেদের ক্লাবে। সবাই স্পিনার। শুধু মুরলিধরন অফ স্পিনার। বাকি দুজন লেগ স্পিনার। শ্রীলঙ্কান লিজেন্ড ক্রিকেটারের পর দ্বিতীয় অফ স্পিনার হিসেবে ৫০০ উইকেট ক্লাবে নাম লিখেন অশ্বিন। অশ্বিনের ইতিহাস লেখা রাজকোট টেস্টে প্রতিত্তোর দিচ্ছে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেটের সেঞ্চুরিতে ২ উইকেটে ২০৭ সংগ্রহ করেছে। ভারতের সংগ্রহ ছিল অধিনায়ক রোহিত শর্মার ১৩১ ও রবীন্দ্র জাদেজার ১১২ রানে ভর করে ৪৪৫ রান। আজ তৃতীয় দিন সফরকারী ইংল্যান্ড ব্যাট করতে নামবে ২৩৮ রানে পিছিয়ে থেকে।

অশ্বিন ৫০০ উইকেট নিয়েছেন ৯৮ টেস্টে। তার চেয়ে কম টেস্ট খেলে ৫০০ উইকেটের রেকর্ড গড়েছেন মুরলিধরন, ৮৭ টেস্টে। ভারতীয় লিজেন্ড কুম্বলে নিয়েছেন ১০৫ টেস্টে এবং আরেক লিজেন্ড লেগ স্পিনার অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ১০৮ টেস্টে। বলের হিসাবেও কুম্বলে দ্বিতীয় দ্রুততম ৫০০ উইকেট নিয়েছেন। ভারতীয় অফ স্পিনারের লেগেছে ২৫ হাজার ৭১৪ বল। সবার ওপরে অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা। তার লেগেছিল ২৫ হাজার ৫২৮ বল। উইকেট সংখ্যায় টেস্ট ক্রিকেটে ৯ নম্বরে অশ্বিন। ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে মুরলিধরন। ভারতের পক্ষে সবচেয়ে বেশি উইকেট কুম্বলের ৬১৯ উইকেট। তিনে ফাস্ট বোলার কপিল দেব, ৪৩৪ উইকেট। অশ্বিনের ৫০০ উইকেটের ৩৪৭টি নিয়েছিলেন ঘরের মাটিতে। এ জন্য টেস্ট খেলেছেন ৫৮টি। বাকি ১৫৩ উইকেট নিয়েছেন ৪০ টেস্টে। টেস্ট ক্রিকেটের শীর্ষ ১০ বোলার- মুরলিধরন ৮০০, ওয়ার্ন ৭০৮, জেমস অ্যান্ডারসন ৬৯৬, স্টুয়াট ব্রড ৬০৪, কুম্বলে ৬১৯, গ্লেন ম্যাকগ্রা ৫৬৩, কোর্টনি ওয়ালস ৫১৯, নাথান লিওন ৫১৭, অশ্বিন ৫০০ ও ডেল স্টেইন ৪৩৯ উইকেট।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর