শিরোনাম
শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর রবি

ক্রীড়া প্রতিবেদক

সাড়ে পাঁচ বছর পর বাংলাদেশের ক্রিকেটে ফিরেছে টেলিকম কোম্পানি রবি। টেলিকম সেবা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ২০২৭ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে। সাড়ে তিন বছরের টেলিকম কোম্পানিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেবে ৫০ কোটি টাকা। আগের স্পনসর কোম্পানি ছিল দারাজ। বিশ্বকাপ ক্রিকেট শেষে নভেম্বরে দারাজের সঙ্গে চুক্তি শেষ হয়েছে ক্রিকেট বোর্ডের। দারাজ সরে দাঁড়ানোয় ঘরের মাঠে এবং দেশের বাইরে নিউজিল্যান্ড সিরিজে কোনো স্পন্সর ছিল না। অবশ্য, চুক্তি করার আগে বেশকিছু শর্ত জুড়ে দিয়েছে রবি। টেলিকম কোম্পানিটি এর আগে প্রথমবার স্পন্সর হিসেবে বিসিবির সঙ্গে চুক্তি করেছিল ২০১৫ সালে। চুক্তির মেয়াদ ছিল ২০১৭ সাল পর্যন্ত। অবশ্য পরে সেটা নবায়ন করে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু নবায়নকৃত চুক্তির মেয়াদ স্থায়ী ছিল ১০ মাস। চুক্তিতে সেবা কমিউনিকেশন কোম্পানি রবি শর্ত দিয়েছে, বিসিবির চুক্তিভুক্ত কোনো ক্রিকেটার অন্য কোনো সেবা প্রতিষ্ঠান কোম্পানির সঙ্গে চুক্তিভুক্ত হতে পারবে না।   

 

সর্বশেষ খবর