শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

উইলিয়ামসনের রেকর্ড গড়া টেস্ট জিতল নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

উইলিয়ামসনের রেকর্ড গড়া টেস্ট জিতল নিউজিল্যান্ড

এক, দুবারের প্রচেষ্টায় নয়। ১৮ বারের প্রচেষ্টায় প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ১৯৩২ সালে শুরু, মধুর সমাপ্তি ঘটল ২০২৪ সালে। সময়ের ব্যবধান ৯২ বছর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক কেন উইলিয়ামসন। ব্ল্যাক ক্যাপস সাবেক অধিনায়ক উইলিয়ামসন অসাধারণ ব্যাটিং করে শুধু জয় উপহার দেননি দেশকে, গড়েছেন দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে ম্যাচ জেতানোর রেকর্ডস। গতকাল হ্যামিল্টন টেস্ট নিউজিল্যান্ড ৭ উইকেটে জিতেছে এক দিন হাতে রেখে। দলকে টেস্টসহ সিরিজ জেতানোর নায়ক উইলিয়ামসন অপরাজিত ছিলেন ১৩১ রানে। মাউন্ট মঙ্গানুই টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সাবেক অধিনায়ক। ৯৮ টেস্টে ৮৬৬৬ রান করেছেন ৩২ সেঞ্চুরিতে। যার ৭টি সর্বশেষ ৭ টেস্টের ১২ ইনিংসে। শুধু তাই নয়, দারুণ ছন্দে থাকা উইলিয়ামসন চলতি বছর ৪ টেস্টের চার ইনিংসের তিনটিতেই সেঞ্চুরি করেছেন। নিখুঁত ব্যাটিংয়ে উইলিয়ামসন রেকর্ডগড়া সেঞ্চুরির ইনিংসটি খেলেন ১২ চার ও ২ ছক্কায় ২৬০ বলে। জিততে নিউজিল্যান্ডের টার্গেট ২৬৭ রান। তৃতীয় দিন শেষ করে স্বাগতিকরা ১ উইকেটে ৪০ রান নিয়ে। চতুর্থ দিন কাজটি শেষ করেন উইলিয়ামসন চতুর্থ উইকেটে উইল ইয়াংকে নিয়ে ১৫২ রানের জুটি গড়ে। ইয়াং অপরাজিত থাকেন ৬০ রানে। উইলিয়ামসন মাউন্ট মঙ্গানুইয়ে সেঞ্চুরির ইনিংস খেলেন ১১৮ ও ১১৯ রান। হ্যামিল্টনে প্রথম ইনিংসে রান করেন ৩৯। সিরিজসেরা উইলিয়ামসন রান করেছেন ৪০৩। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ৫টি সেঞ্চুরির রেকর্ড ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানের। গতকাল সেটা স্পর্শ করেছেন উইলিয়ামসন। তার পাঁচ সেঞ্চুরির চারটিতে জয় পায় ব্ল্যাক ক্যাপসরা। এতদিন রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের।

 

 

সর্বশেষ খবর