রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সর্বোচ্চ বেতন নাজমুল শান্তর

ক্রীড়া প্রতিবেদক

সর্বোচ্চ বেতন নাজমুল শান্তর

আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে সেবামূলক টেলি কমিনিকেশন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। এক বছরের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটে টাইগারদের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের জন্য ২১ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের চুক্তি করা ‘এ’ প্লাস, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’- পাঁচ ক্যাটাগরিতে। ‘এ’ প্লাসের বেতন- টেস্টে ‘এ’ প্লাস ক্যাটাগরি ৪ লাখ ৫০ হাজার টাকা, ওয়ানডেতে ৪ লাখ টাকা এবং টি-২০তে সাড়ে ৩ লাখ টাকা। হাজার টাকা। টেস্ট ক্রিকেটে ম্যাচ ফি ৬ লাখ টাকা, ওয়ানডেতে ৩ লাখ এবং টি-২০ ক্রিকেটে ২ লাখ। বেতনের কাঠামো হিসেবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তের বেতন সবচেয়ে বেশি। বেতন ছাড়াও দলকে নেতৃত্ব দিয়ে পাবেন বাড়তি অর্থ। সব মিলিয়ে বেতন পাবে ৯ লাখ ১০ হাজার টাকা। ‘এ’ প্লাস ক্যাটাগরির বেতন ৪ লাখ ৫০ হাজার টাকা, ওয়ানডে থেকে (৫০ শতাংশ) ২ লাখ টাকা এবং টি-২০ থেকে (৪০ শতাংশ) ১ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে ৭ লাখ ৯০ হাজার টাকা এবং অধিনায়কত্বের জন্য ৪০ হাজার করে ১ লাখ ২০ হাজার টাকা। দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের, ৭ লাখ ৪০ হাজার টাকা। প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক নাজমুলের মতো করে ফরম্যাট অনুযায়ী টাকা পাবেন।

তিন ফরম্যাটের চুক্তিভুক্ত ক্রিকেটার পাঁচজন- অধিনায়ক নাজমুল হাসান শান্তসহ, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন ও শরীফুল ইসলাম। লিটন বেতন পাবেন ৬ লাখ ৫০ হাজার, মিরাজ ও শরিফুল ৫ লাখ ৫০ হাজার টাকা। শুধু টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে চুক্তিভুক্ত ক্রিকেটার সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি টেস্ট ও ওয়ানডে খেলে মাসিক বেতন পাবেন ৬ লাখ ৫০ হাজার টাকা। শুধু ওয়ানডে ও টি-২০ খেলবেন তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। তাসকিন বেতন পাবেন ৫ লাখ ৭৫ হাজার টাকা, তৌহিদ হৃদয় ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা, মুস্তাফিজুর রহমান ২ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা ও হাসান মাহমুদ ২ লাখ টাকা। শুধু টেস্ট খেলার জন্য চুক্তিভুক্ত হয়েছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান, খালেদ আহমেদ ও নাঈম হাসান। ওয়ানডে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব। মাহমুদুল্লাহ পাবেন ৪ লাখ টাকা এবং তানজিম ১ লাখ টাকা। টি-২০ খেলবেন নাসুম আহমেদ, মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান। নুরুল সোহান ১ লাখ ৭৫ হাজার, নাসুম ১ লাখ ২৫ হাজার, শেখ মেহেদী ১ লাখ টাকা এবং শুধু টেস্ট খেলার জন্য তাইজুল ইসলাম ও মুমিনুল হক ৪ লাখ ৫০ হাজার টাকা, মাহামুদুল হাসান জয় ১ লাখ ৭৫ হাজার, খালেদ আহমেদ ১ লাখ ২৫ হাজার ও নাঈম হাসান ১ লাখ ২৫ হাজার টাকা পাবেন।

সর্বশেষ খবর