রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ব্রাদার্সকে উড়িয়ে দিল শেখ রাসেল

ল্যান্ড্রির হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক

ব্রাদার্সকে উড়িয়ে দিল শেখ রাসেল

জাতীয় দলের সাবেক ফুটবলার সাইফুল বারী টিটুর কাছ থেকে ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন শেখ রাসেলের সেলেমানি ল্যান্ড্রি

এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল তারা বসুন্ধরা কিংস অ্যারিনায় ব্রাদার্স ইউনিয়নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। হ্যাটট্রিক করেছেন সেলেমানি ল্যান্ড্রি।

লিগের চলতি মৌসুমে দুর্দান্ত জয়ে সূচনা করেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। হারিয়েছিল শক্তিশালী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। কিন্তু এরপরই জয় খরায় ভুগছিল শেখ রাসেল। একের পর এক ম্যাচে পয়েন্ট হারাতে থাকে তারা। মোহামেডান, ফর্টিস ও রহমতগঞ্জের বিপক্ষে খেলতে নেমে ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটা। হেরে যায় পুলিশ এফসি, আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম আবাহনীর কাছে। তবে খারাপ সময় পেছনে ফেলে দূরন্ত রূপে ফিরেছে শেখ রাসেল।

গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল। সুমন রেজা দারুণ এক গোল করেন। লিগে দ্বিতীয় গোল করলেন শেখ রাসেলের সুমন। এগিয়ে যাওয়ার পরও থেমে থাকেনি তারা। প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়েই চলে শেখ রাসেল। একের পর এক আক্রমণে ব্রাদার্সের ডিফেন্স লাইন ভাঙতে থাকে। ম্যাচের ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান সেলেমানি ল্যান্ড্রি। তিনি ডি বক্সের ভিতর থেকে বাম পায়ের শটে বল জালে জড়ান। দুই মিনিট পর ফের সেলেমানি ল্যান্ড্রির ম্যাজিক। প্রতিপক্ষের গোলরক্ষক কিছুটা এগিয়ে এসে গোল বাঁচাতে চেয়েছিলেন। তবে ল্যান্ড্রির শটে বল জালে জড়ায়। শেখ রাসেল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এই ব্যবধান নিয়েই প্রথমার্ধ্বের বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধ্বে খেলতে নেমেও দুর্দান্ত ফুটবল খেলে শেখ রাসেল। ম্যাচের ৫৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ল্যান্ড্রি। তার দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচের পর সেলেমানি ল্যান্ড্রির হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন সাইফুল বারী টিটু।

এ জয়ে তিন ধাপ ওপরে উঠে এলো শেখ রাসেল ক্রীড়া চক্র। ৮ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে ছয় নম্বরে অবস্থান করছে দলটা। লিগের শুরুটা ভালো করলেও মাঝ পথে কয়েকটা ম্যাচে ভালো খেলা উপহার দিতে পারেনি তারা। শেষ পর্যন্ত নিজেদের নামের প্রতি সুবিচার করল শেখ রাসেল। পেশাদার লিগে পরের ম্যাচে তারা মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। টানা চারবারের চ্যাম্পিয়ন কিংস ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে।

সর্বশেষ খবর