রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

৩২ দেশের কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ চলতি বছরের ২৫-২৯ সেপ্টেম্বর বসবে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এ উপলক্ষে গতকাল সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। প্রধান অতিথি হিসেবে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সনি পিল্লাই (৮ ড্যান) বলেন, ‘কমওনয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের মতো আসর ঢাকায় হলে, এ দেশের অর্থনীতেও তার সুপ্রভাব পড়বে। কারণ বিশ্বের প্রায় ৪০ দেশের ১৫০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা ঢাকায় আসবেন।’ প্রতিযোগিতায় দুই বিভাগে ৯টি ডিসিপ্লিনে খেলা হবে।

ক্লাব চ্যাম্পিয়নশিপে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র ও ভেটারার্ন এবং নেশন্স বিভাগে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র অংশ নেবে। কাতা ও কুমি- দুই কৌশলেই লড়বেন দেড় হাজার কারাতেকার।

সর্বশেষ খবর