রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাকাকে হারিয়ে চারে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক

প্লে অফে খেলতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে জিততেই হতো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম ১০ রানে ঢাকাকে হারিয়ে তুলে নিয়েছে ষষ্ঠ জয়। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থাকল শুভাগত হোমের চট্টগ্রাম। ১২ ম্যাচে টানা ১১ হারে বিপিএল শেষ করল ঢাকা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তিনে বরিশালের পয়েন্ট ১০ ম্যাচে ১২। জয়ের জন্য মরিয়া চট্টগ্রাম টস জিতে নিয়ে তানজিদ হাসান তামিমের ৬ ছক্কার ৭০ রানে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে। এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটার টম ব্রুস ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন। ঢাকার পক্ষে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। বিপিএলের চলতি আসরে করে শরিফুল ১২ ম্যাচে ২২ উইকেট নেন। ১৬০ রানের টার্গেটে বরিশালের ইনিংস থেমে যায় ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রানে।      

সর্বশেষ খবর