সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভারতের রেকর্ডগড়া জয়

ওয়াসিম আকরামের ১২ ছক্কার রেকর্ড স্পর্শ জয়সোয়ালের

ক্রীড়া প্রতিবেদক

ভারতের রেকর্ডগড়া জয়

রোহিত শর্মার ভারত ৪৩৪ রানের রেকর্ড গড়া জয় পেয়েছে রাজকোট টেস্টে। নিজেদের ক্রিকেট ইতিহাসে এটি সবচেয়ে বড় ব্যবধানে রানে জয়। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭২ রানের। এই জয়ে ৫ টেস্ট ম্যাচ সিরিজ ভারত এখন এগিয়ে ২-১ ব্যবধানে। দলগত রেকর্ডের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের ঠাঁসা রাজকোট টেস্ট। ২২ বছর বয়সী তরুণ বাঁ-হাতি ওপেনার ইয়াশাসভি জয়সোয়াল টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। সিরিজের দ্বিতীয় টেস্ট হায়দরাবাদে খেলেছিলেন ২০৯ রানের ইনিংস। গতকাল অপরাজিত থাকেন ২১৪ রানে। তৃতীয় দিন তরুণ ওপেনার জয়সোয়াল ব্যক্তিগত ১০৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে চলে যান। গতকাল চতুর্থ দিনে ব্যাট করতে নামেন শুভমান গিল ব্যক্তিগত ৯১ রানে আউট হলে। এরপর তিনি ইতিহাস লেখেন। স্পর্শ করেন টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড। এর আগে পাকিস্তানের লিজেন্ড ক্রিকেটার ওয়াসিম আকরাম ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৭ রানের ইনিংস খেলেছিলেন। ওই ইনিংসে ছক্কা মেরেছিলেন ১২টি। গতকাল ডাবল সেঞ্চুরির ইনিংসে জয়সোয়াল ছক্কা মারেন ১২টি। টেস্টে প্রথম ইনিংসে ভারত ৪৪৫ রান করে। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩২৬ রান করে। ১১৯ রানে এগিয়ে ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৪৩০ রানে। ৫৫৭ রানের টার্গেটে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১২২ রানে। ব্যক্তিগত ছক্কা হাঁকানো ছাড়াও জয়সোয়াল স্পর্শ করেন বিনোদ কাম্বলী ও বিরাট কোহলিকে। দুজনেই টানা ডাবল সেঞ্চুরি করেছেন টেস্টে। টপকে গেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। এক সিরিজের ভারতের কোনো বাঁ-হাতি ক্রিকেটারের সবচেয়ে বেশি রানের রেকর্ঢ ছিল গাঙ্গুলীর, ৫৩৪ রান। জয়সোয়ালের রান এখন ৫৪৫।  

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর