সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অবশেষে ট্রফি পেলেন মেয়েরা

সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরার ট্রফি হাতে সাগরিকা

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে ট্রফি পেলেন মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে নাটকীয় ঘটনায় বিতর্কিত হয়ে যায় ফাইনাল। টস করে প্রথমে ভারতকে বিজয়ী ঘোষণা করার পর সেই সিদ্ধান্ত বাতিল করা হলে পরিস্থিতি জটিল আকার নেয়। পরবর্তীতে অনেক দেন-দরবারের পর দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে ট্রফি দেওয়া হয়নি তখন। অবশেষে সেই ট্রফি পেল বাংলাদেশের মেয়েরা। গতকাল বাফুফে ভবন সংলগ্ন টার্ফে এক ছোট্ট আয়োজনের মাধ্যমে ট্রফি পেয়েছেন আফিদা-সাগরিকারা। টুর্নামেন্টেরসেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকা।

সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরার ট্রফি হাতে সাগরিকা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ মূলত বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকাময় ছিল। দুই ম্যাচে তিনি ছিলেন জয়ের নায়ক। ফাইনালেও শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান তিনি। সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টসেরাও হন সাগরিকা। পুরস্কার হাতে নিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ভালো লাগছে। আমি দুটি পুরস্কার পেয়েছি। আমি জানতাম না পুরস্কার পাব। আজ (গতকাল) সকালে শুনেছি।’ অনেকেই সাগরিকাকে সাবিনার যোগ্য উত্তরসূরি ভাবছেন। এনিয়ে সাগরিকা বলেন, ‘সাবিনা আপুর জায়গায় যেতে পারব না। তারপরও চেষ্টা করব। আপুর খেলা আর আমার খেলা তো এক না। উনি অনেক সিনিয়র। তার জ্ঞান ও আমার জ্ঞান আলাদা। ওই জায়গায় যেতে আমার অনেক পরিশ্রম করতে হবে।’ নারী দলের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এমন একটা বোঝা ছিল আমার ওপর। চ্যাম্পিয়ন হয়ে সেই দায়িত্বটা পূরণ করতে সক্ষম হয়েছি।’

 

সর্বশেষ খবর