সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
মাইক প্রক্টর

মারা গেছেন প্রোটিয়াস কিংবদন্তি

মারা গেছেন প্রোটিয়াস কিংবদন্তি

বর্ণ বৈষম্যের কারণে ক্যারিয়ারের সেরা ক্রিকেট খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার মাইক প্রক্টর। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার আগে প্রোটিয়াস অলরাউন্ডার যে ৭টি টেস্ট খেলেছিলেন, তাতে উইকেট নিয়েছিলেন ৪১ এবং রান করেছিলেন ২২৬। শনিবার ডারবানে বাড়ির কাছে হার্টের চিকিৎসা করানোর সময় ৭৭ বছরে মারা যান প্রক্টর। ২১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথম যে সফর করে ভারতে, সেই দলের কোচ ছিলেন তিনি। এ ছাড়া বিপিএলেও কোচিং করিয়েছেন। আইসিসির ম্যাচ রেফারিও ছিলেন প্রক্টর। প্রথম শ্রেণির ৪০১ ম্যাচে রান করেছেন ৪৮ সেঞ্চুরিতে ২১ হাজার ৯৩৬ এবং উইকেট নিয়েছেন ১ হাজার ৪১৭টি।

সর্বশেষ খবর