মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রিয়ালে ১০ নম্বর জার্সি পাবেন এমবাপ্পে!

ক্রীড়া প্রতিবেদক

রিয়ালে ১০ নম্বর জার্সি পাবেন এমবাপ্পে!

১৯৬৬-২০২২; ৫৬ বছর পর বিশ্বকাপ ফুটবল ফাইনালে হ্যাটট্রিক। ৬৬ সালে ফাইনালে প্রথম ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন জিওফ হার্স্ট। ২২ সালে দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার তিনি। ফ্রান্সের স্ট্রাইকার খেলছেন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) দলে। স্বদেশি ক্লাব, তারপরও দল ছাড়ার কথা বলে আসছেন কয়েক বছর ধরে। এবার তিনি সত্যি সত্যিই দল ছাড়ছেন। সতীর্থ ও ক্লাব কর্মকর্তাদের সেটা জানিয়েছেন। এমবাপ্পের নতুন ক্লাব স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এখন কথা হচ্ছে, কত নম্বর জার্সি পরে খেলবেন তিনি? ক্রিস্টিয়ানো রোনালদোর ৭ নম্বর, না জিনেদিন জিদানের ১০ নম্বর। ৭ নম্বর পরে খেলছেন ভিনিসিয়াস জুনিয়র এবং ১০ নম্বর পরছেন লুকা মদরিচ। অসাধারণ গতিশীল একজন স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

সর্বশেষ খবর