বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রাম পর্ব শেষে শীর্ষে রংপুর

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম পর্ব শেষে শীর্ষে রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স। গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় ফেবারিট এই দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে এক বল বাকি থাকতে ১৫০ রানে অলআউট হন নুরুল হাসানরা। জবাবে ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১৫১ রান করে জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

প্রথমে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি রংপুর রাইডার্স। জেমস নিশাম ৪২ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেললেও বাকিরা বড় স্কোর করতে পারেননি। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল সাকিবের (১৯ বলে ২৪ রান)। রনি তালুকদার করেন ১৪ রান। বাকিরা কেউই দুই অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। কুমিল্লার পক্ষে ৩টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও মুসফিক হাসান। এ ছাড়া ম্যাথু ২টি ও তানভির ১টি উইকেট নেন। ব্যাটিংয়ে নেমে কুমিল্লার পক্ষে লিটন ৪৩, রাসেল ৪৩* ও মাহিদুল ৩৯ রান করেন। রাসেল মাত্র ১২ বলে ৪৩ রান করে কুমিল্লার জয়ে বড় অবদান রাখেন। রংপুরের সাকিব ২০ রানে ৩ উইকেট নিলেও দলকে জয় উপহার দিতে পারেননি। গতকালের ম্যাচের আগেই চট্টগ্রাম পর্বে শীর্ষস্থান নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তারা ১১ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে এক নম্বরে আছে। দুই নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ (গতকালের ম্যাচের আগে) ১০ ম্যাচে ১৪ পয়েন্ট। গতকাল জয় পেয়ে থাকলেও তারা দুই নম্বরেই থাকবে। চট্টগ্রাম পর্ব শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে তিন নম্বরে। তাদের সংগ্রহ ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ঠিক পরের স্থানেই আছে ফরচুন বরিশাল। খুলনা টাইগার্স ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে।

সর্বশেষ খবর