বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মুস্তাফিজের সুস্থতা কামনা চেন্নাইয়ের

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজের সুস্থতা কামনা চেন্নাইয়ের

অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বোলিংয়ের জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান, তখনই মাথায় বলের আঘাত পান। মাথায় পাঁচটি সেলাই লাগে। এরপর তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামে দুই দিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এখন সুস্থ। তবে মাথায় ব্যান্ডেজ রয়েছে। আরও কয়েকদিন থাকবে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন। এখন সুস্থ বলে মুস্তাফিজকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম ম্যানেজমেন্ট। অসুস্থ মুস্তাফিজকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বার্তা পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস। সমাজমাধ্যম ফেসবুক পেজে গতকাল চেন্নাই টাইগার পেসারের উদ্দেশে বার্তা দিয়েছে। মুস্তাফিজের ছবি দিয়ে দলটি ক্যাপশন দিয়েছে, ‘স্পিডি রিকভারি ফিজ, দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

বিপিএলে মুস্তাফিজ খেলছেন কুমিল্লার হয়ে। বলহাতে নামের প্রতি সুবিচার করতে পারছেন না। ৯ ম্যাচে উইকেট নিয়েছেন ১১টি। ইকোনমি স্ট্রাইক রেট ৯.৫৬। ছন্দে না থাকলেও তার উপস্থিতি দলকে চাঙা রাখে কোনো সন্দেহ নেই। আহত হওয়ার পর কুমিল্লার ফিজিও এস এম জাহিদুল ইসলাম পর্যবেক্ষণ করেন। গতকাল তিনি বিসিবির মেডিকেল বিভাগ ও নিউরোসার্জনের সঙ্গে আলোচনা করে আগের রাতে তার দ্বিতীয় সিটিস্ক্যান করান। সিটিস্ক্যানের রেজাল্ট ভালো ছিল। বিমানযাত্রার জন্য ফিট হওয়ার পরই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। ঢাকায় মুস্তাফিজ টিম হোটেলে উঠবেন।

মুস্তাফিজ আইপিএলে খেলবেন চেন্নাই সুপার কিংসে। ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের মিনি নিলামে ২ কোটি রুপিতে ২৮ বছর বয়সী পেসারকে কিনে নেয় চেন্নাই। দলভুক্ত করার পর থেকেই তাকে নিয়ে সমাজমাধ্যমে বেশ সরব দলটি। সর্বশেষ তার ইনজুরি নিয়ে বার্তা পাঠিয়েছে। মুস্তাফিজকে দলভুক্ত করার ঘোষণায় দলটির সিইও কে এস বিশ্বনাথন বলেন, ‘আমি বলব যে যাদের নেওয়ার টার্গেট আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মুস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে।’

সর্বশেষ খবর