শিরোনাম
বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফের নারী ক্রিকেটে বাশার

ক্রীড়া প্রতিবেদক

ফের নারী ক্রিকেটে বাশার

আবারও নারী ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এবার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে নারী ক্রিকেটের প্রধান হিসেবে। হাবিবুল বাশার এর আগে নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক ছিলেন। সেখান থেকে পরবর্তীতে ২০১৬ সালে পুরুষ দলের নির্বাচক প্যানেলের সদস্য হন সাবেক অধিনায়ক। টানা ৮ বছর এই দায়িত্ব পালন করেন তিনি। তার মেয়াদ ছিল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু বিসিবি চলতি বছর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। ১২ ফেব্রুয়ারি তার সঙ্গে চুক্তি নবায়ন না করার বিষয়ে সিদ্ধান্ত নেয়। তারপরও তাকে বিসিবি ওমেন উইংস কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল নতুন দায়িত্ব তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পুরুষ দলের নির্বাচক থাকাকালীন বাশার দল নির্বাচন করেছেন ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপে; ২০১৬, ২০২২, ২০২৩ সালের টি-২০ বিশ্বকাপে ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ ছাড়া বিভিন্ন টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজের দল নির্বাচন করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর