শিরোনাম
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টেনশনে বরিশাল মিরাকলের আশায় খুলনা

ক্রীড়া প্রতিবেদক

টেনশনে বরিশাল মিরাকলের আশায় খুলনা

ফাগুনের প্রথম বৃষ্টি ঝরেছে গতকাল বিকালে। সেই বৃষ্টিতে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় মিরপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলনরত ক্রিকেটারদের। হঠাৎ বৃষ্টিতে অনুশীলন বাধাগ্রস্ত হলেও অন্য কোনো সমস্যা হয়নি। কেননা গতকাল কোনো খেলা ছিল না বিপিএলের। বিপিএলের লিগ পর্বের শেষ দুটি খেলা আজ। পয়েন্ট টেবিল অনুসরণ করলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ দুটির গুরুত্ব রয়েছে। কুমিল্লার কাছে যদি হেরে যায় বরিশাল এবং সিলেট হারায় খুলনাকে, তখন রান রেটের সমীকরণ চলে আসবে হিসাবে। কেননা, বরিশাল ও খুলনার পয়েন্ট হবে সমান ১২। রান রেটে এগিয়ে থাকা দলই খেলবে এলিমিনেটর পর্ব। যদি খুলনা হেরে যায় এবং বরিশালও হেরে যায়, তাহলে এলিমিনেটর ম্যাচে খেলবে বরিশাল।

কোয়ালিফাইয়ার্সের দুই দল চূড়ান্ত। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফাইয়ার্সে মুখোমুখি হবে দুই চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুপুর দেড়টায় প্রথম এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ হবে ফরচুন বরিশাল কিংবা খুলনা টাইগার্স। রংপুর ও চট্টগ্রামের জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে ১ মার্চ। পরাজিত দলেরও ফাইনাল খেলার সুযোগ থাকছে। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ার্সে মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের। ফাইনাল ১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

বরিশালের রানরেট ০.৪৩৪। ১১ ম্যাচে দলটির পয়েন্ট ৬ জয়ে ১২। খুলনার পয়েন্ট ১১ ম্যাচে ৫ জয়ে ১০। রানরেট -০.৪০০। এলিমিনেটর খেলতে খুলনাকে আজ বিশাল ব্যবধানে হারাতে হবে সিলেটকে। এই সমীকরণ মাথায় রেখেই ফরচুন বরিশাল উড়িয়ে আনছে টি-২০ ক্রিকেটে ‘কিলার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে। কুমিল্লা উড়িয়ে এনেছে আফগানিস্তানের স্পিনার নুর আহম্মেদকে। কুমিল্লার জন্য আজকের ম্যাচটি আলাদা গুরুত্ব বহন করছে না। কারণ দলটি ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে দলটি। যদি বড় ব্যবধানে জিতে যায়, তাহলে রানরেটে রংপুর রাইডার্সকে টপকে শীর্ষে উঠে যেতে পারে চারবারের চ্যাম্পিয়ন লিটন দাসের কুমিল্লা। রংপুরের পয়েন্ট ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ এবং রানরেট ১.৪৩৮। কুমিল্লার রানরেট ১.২৭৯। দুই দলই পয়েন্ট টেবিলের শীর্ষে। আসরের নিয়মমালায় দুই দলকেই মুখোমুখি হতে হবে প্রথম কোয়ালিফাইয়ার্সে। কুমিল্লা যথেষ্ট শক্তিশালী দল। দলটিতে এবার খেলছে স্থানীয়দের মধ্যে লিটন, ইমরুল কায়েস, তৌহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, অ্যালিস ইসলাম এবং বিদেশিদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের মতো তারকা ক্রিকেটার। স্থানীয়দের মধ্যে তারকা ক্রিকেটার বেশি ফরচুন বরিশালে। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকারদের মতো তারকা ক্রিকেটার। বিদেশি তারকাদের মধ্যে খেলছেন আহমেদ শেহজাদ, কাইলি মেয়ার্স, শোয়েব মালিক, কেশব মহারাজ, আহমেদ শেহজাদদের মতো ক্রিকেটার।

খুলনার পয়েন্ট ১১ ম্যাচে ৫ জয়ে ১০। রানরেট -০.৪০০। দলটি এলিমিনেটর পর্ব খেলতে সিলেটকে আজ হারাতে হবে বড় ব্যবধানে। সিলেটের পয়েন্ট ১১ ম্যাচে ৮। গতবারের রানার্সআপ সিলেট জিতে গেলে পয়েন্ট হবে ১২ ম্যাচে ৬ জয়ে ১০। কিন্তু দলটির এলিমিনেটর খেলার কোনো সুযোগ নেই। খুলনার সূক্ষ্ম একটি সম্ভাবনা রয়েছে। সেজন্য আজকের ম্যাচ বাঁচামরার লড়াই এনামুল হক বিজয়ের দলের। দলটিতে খেলছেন স্থানীয়দের মধ্যে এনামুল বিজয়, মাহামুদুল হাসান জয়, বিদেশিদের মধ্যে অ্যালেক্স হেলস, শাই হোপ, ওয়াইন পারনেল, দাসুন শানাকাদের মতো ক্রিকেটার।

লিগ পর্বের মাত্র দুটি ম্যাচ মাত্র বাকি। সেঞ্চুরি হয়েছে দুটি। কুমিল্লার তৌহিদ হৃদয় ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ তামিম করেছেন সেঞ্চুরি। তানজিদ ১১ ম্যাচে রান করেছেন ৩৮২, তৌহিদ করেছেন ১১ ম্যাচে ৩৫৮।

সবচেয়ে বেশি ২২ উইকেট নিয়েছেন দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম। ১৭ উইকেট নিয়ে দুইয়ে রংপুর রাইডার্সের সাকিব আল হাসান।

সর্বশেষ খবর