শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টেও নেই সাকিব

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টেও নেই সাকিব

চোখের সমস্যা কাটিয়ে ছন্দে ফিরেছেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের হয়ে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করছেন বিপিএলে। যদিও শুরুতে চোখের সমস্যায় ব্যাটিংটা করতে পারছিলেন না ঠিকমতো। বল হাতে ছিলেন বিধ্বংসী মেজাজে। এখন পর্যন্ত উইকেট নিয়েছেন ১৭টি এবং রান করেছেন দুই হাফসেঞ্চুরিতে ২৪৯। ছন্দে থাকা সাকিব অবশ্য খেলছেন না আগামী মাসে ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজে। প্রথমে তিনি টি-২০ ও ওয়ানডে না খেলার কথা ভেবেছিলেন। তখন টিম ম্যানেজমেন্ট আশা করেছিল, তিনি দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলবেন। কিন্তু সাবেক অধিনায়ক সাদা পোশাক, লাল বলে খেলবেন না। গতকাল বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেন সাকিবের টেস্ট না খেলার বিষয়টি, ‘শ্রীলঙ্কা সিরিজে ছুটি নিয়েছে সাকিব।’ টি-২০ বিশ্বকাপের আগে সাকিবের ছন্দে ফেরায় স্বস্তি ফেলেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান, ‘অবশ্যই। কোনো সন্দেহ নেই সে আমাদের সেরা ক্রিকেটার। সে পারফর্ম করবেই।’ বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন সংস্করণে সিরিজ খেলবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রথম টেস্ট সিলেট এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।

সর্বশেষ খবর