শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

৯৯ তম ম্যাচে বসুন্ধরা কিংস

২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর আজ পেশাদার লিগে বসুন্ধরা কিংস নিজেদের ৯৯তম ম্যাচ খেলবে। দ্বিতীয় লেগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শুরুতেই লিগের সেঞ্চুরি অর্থাৎ ১০০তম ম্যাচ খেলবে দেশের ফুটবল কিং বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

৯৯ তম ম্যাচে বসুন্ধরা কিংস

২০১৮-১৯ মৌসুমে পেশাদার ফুটবলে অভিষেকের পর ইতিহাস লেখার শেষ নেই বসুন্ধরা কিংসের। টানা চারবার লিগ জেতা ছাড়াও ৭৬ বছরের ঘরোয়া ফুটবলে অধিকাংশ রেকর্ডই তারা গড়েছে। যে ক্লাবের বয়স সাতই পার হয়নি, তাদের এ সাফল্য ঘরোয়া আসরে স্মরণীয় হয়ে থাকবে; যা মোহামেডান, আবাহনী বা অন্য ক্লাবের পক্ষে সম্ভব হয়নি। টানা চারের পর এবারও শিরোপার পথেই আছে। দ্বিতীয় লেগে বড় ধরনের ওলটপালট না হলে লিগের ট্রফি তাদের ঘরেই থাকবে। আজ প্রথম লেগের শেষ ম্যাচ বসুন্ধরা কিংসের। বিকাল সোয়া ৫টায় কিংস অ্যারিনায় রবসনদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্র। আগের টানা চার আসরে শীর্ষে থেকেই প্রথম লেগ শেষ করেছিল কিংস। এবারও সেই রেকর্ড ধরে রেখেছে তারা। যদি আজ হেরেও যায় অবস্থানের কোনো বদল হবে না।

আট ম্যাচে কিংসের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ঢাকা মোহামেডান। অন্যদিকে ১৪ পয়েন্টে ঢাকা আবাহনী তিনে। অন্যরা শিরোপা রেস থেকে বেশ পিছিয়ে। অর্থাৎ কিংসের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। আজ আবার ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রথম লেগের শেষ ম্যাচে মোহামেডান ও আবাহনী মুখোমুখি হচ্ছে। যারাই জিতুক কিংসের ২১ পয়েন্ট স্পর্শ করতে পারবে না। কিংস অ্যারিনায় আজ শেখ রাসেল হেরে গেলে মোহামেডান ও আবাহনীর ম্যাচে যে ফল হোক, তাতে বসুন্ধরা কিংসেরই লাভ। সুতরাং যতই সুবিধাজনক অবস্থানে থাকুক না কেন, শিরোপার সম্ভাবনা আরও উজ্জ্বল করতে রবসন, ডরিয়েলটন, রাকিবরা পুরো পয়েন্ট অ্যাকাউন্টে জমা রাখতে আজ প্রাণপণ লড়বেন।

২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর কিংস আজ পেশাদার লিগের ৯৯তম ম্যাচ খেলবে। দ্বিতীয় লেগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শুরুতেই লিগের সেঞ্চুরি অর্থাৎ ১০০তম ম্যাচ খেলবে দেশের ফুটবল কিং বসুন্ধরা কিংস। অভিষেক লিগে ২৪, দ্বিতীয় ২৪, তৃতীয় ২২, চতুর্থ ২০ ও পঞ্চম আসরে আজকের নিয়ে কিংস লড়বে ৯টি ম্যাচে। সেঞ্চুরির আগে ৯৯তম ম্যাচ স্বাভাবিকভাবেই রাঙাতে চাইবেন অস্কারের শিষ্যরা। তবে শেখ রাসেলকে গুরুত্ব দিয়েই লড়বেন রবসনরা। পয়েন্ট টেবিলে অবস্থান ভালো না হলেও আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে শেখ রাসেল। লিগে সেলেমানি ল্যান্ডির প্রথম হ্যাটট্রিকসহ ৪-০ গোলে জয় লাভ করে সাবেক চ্যাম্পিয়নরা।

সর্বশেষ খবর