শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অ্যাজাক্সকে উড়িয়ে আবাহনীর যাত্রা

পর্দা উঠল ঘরোয়া হকির

ক্রীড়া প্রতিবেদক

প্রায় ২৮ মাস পর ঘরোয়া হকি মাঠে গড়াল। গতকাল ক্লাবকাপ দিয়েই নতুন মৌসুমের যাত্রা হলো। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে আবাহনী ৫-১ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। হকিতে চেনারূপে ফিরতে আবাহনী এবার বিগ বাজেটে সেরা দল গড়েছে। দল হিসেবে তারা কতটা শক্তিশালী প্রথম ম্যাচেই প্রমাণ দিয়েছে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ অ্যাজাক্স শুরু থেকেই ছিল অসহায়। আবাহনীকে চাপে ফেলার মতো কোনো কৌশলই কাজে লাগাতে পারেনি। প্রথম মিনিটেই মেহেদি হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। একের পর এক আক্রমণে হকির একসময়কার সেরা দল অ্যাজাক্সকে দিশাহারা করে ফেলে। জাতীয় দলে বেশ কজন তারকা এবার আবাহনীতে খেলছেন। আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিতুল, রোমান সরকার, পুষ্কর খিসোমিমো, নাইমউদ্দিন, মো. আবদুল্লাদের নিয়ে গড়া আবাহনীর এ জয় স্বাভাবিক। তবে তারা যে গোলের ব্যবধান আরও বড় করতে পারেননি এটাই আশ্চর্য। স্টিক ছুঁলেই বল জালে জড়ায় তা পারেননি নামিদামি তারকারা। ৯ মিনিটে আবাহনীর দ্বিতীয় গোল করেন ওবায়দুল হোসেন জয়। ২৩ মিনিটে আশরাফুল ইসলাম, ২৪ মিনিটে ফের আশরাফুল জালে বল পাঠালে ব্যবধান ৪-০ হয়। ৪৩ মিনিটে অ্যাজাক্সে সুব্রত সান্ত্বনার গোল উপহার দিলেও শিতুল বিজয়ী দলের শেষ গোলটি করেন। আরেক ম্যাচে মেরিনার্স ২-০ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।

সর্বশেষ খবর