শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আনুষ্ঠানিকতার ম্যাচে সিলেটের জয়

ক্রীড়া প্রতিবেদক

আনুষ্ঠানিকতার ম্যাচে সিলেটের জয়

সকাল পর্যন্ত ম্যাচটির আলাদা গুরুত্ব ছিল। কিন্তু দিনের প্রথম খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে এলিমিনেটর পর্ব নিশ্চিত করে নেয় ফরচুন বরিশাল। সেই সঙ্গে শেষ হয়ে যায় খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স ম্যাচের সব আবেদন। আনুষ্ঠানিকতার ম্যাচটি ৬ উইকেটে জিতল সিলেট স্ট্রাইকার্স। কোয়ালিফাইয়ার্স ও এলিমিনেটর পর্বের ৪ দল নিশ্চিত হলে সন্ধ্যার ম্যাচটি রূপ নেয় আনুষ্ঠানিকতায়। সেই আনুষ্ঠানিকতার ম্যাচে টস হেরে প্রথম ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২৮ রান করে খুলনা টাইগার্স। খুলনাকে লড়াকু স্কোর গড়তে সামনে থেকে নেতৃত্ব দেন আফিফ হোসেন ধ্রুব। ওপেন করে খেলেন ৫২ রানের ঝকঝকে ইনিংস। বিপিএলের চলতি আসরে এটা বাঁ-হাতি ওপেনারের প্রথম হাফসেঞ্চুরি। ৩৫ বলের ইনিংসটিতে ৩টি চার ও ৪ ছক্কা হাঁকান। এ ছাড়া ওয়াইন পারনেল ২১ রান করেন ১৪ বলে ২ চার ও ১ ছক্কায়। সিলেটের সফল বোলার ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেনি হাওয়েল। ৪ ওভারের স্পেলের ১৫ রানের খরচে নেন ৩ উইকেট। এ ছাড়া ২টি করে উইকেট নেন শফিকুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

সর্বশেষ খবর