শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জো রুটের ৩১ নম্বর সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

জো রুটের ৩১ নম্বর সেঞ্চুরি

শুধু ইংল্যান্ড নয়, এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার জো রুট। নামের পাশে ১১ হাজারের (১১,৫৯৯) ওপর টেস্ট রান। বেন স্টোকসের ইংল্যান্ডের ব্যাটিং লাইনের অন্যতম সেরা ভরসা ও আস্থার নাম রুট। অথচ ভারত সফরের প্রথম ৩ টেস্টের ছয় ইনিংসে বড় অঙ্কের কোনো ইনিংস নেই। নেই হাফসেঞ্চুরি কিংবা সেঞ্চুরি। স্কোরগুলো ছিল ২৯, ২, ৫, ১৬, ১৮ ০ ৭। সাবেক অধিনায়কের ছন্দহীন ব্যাটিংয়ে চিন্তিত ছিল ইংলিশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু অধিনায়ক স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককুলামের আস্থা ছিল রুটের ওপর। রাঁচি টেস্টে গতকাল সেই আস্থার প্রতিদান দেন সাবেক অধিনায়ক। বিপর্যয়ের মুখে হিমালয়সম দৃঢ়তায় ব্যাটিং করে দলকে প্রায় একাই টেনে নিয়ে যান। ৫ টেস্ট ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড গতকাল প্রথম দিন পার করেছে ৭ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে। রুট অপরাজিত রয়েছেন ১০৬ রানে। ১৩৯ টেস্ট ক্যারিয়ারে এটা তার ৩১তম সেঞ্চুরি। সেঞ্চুরি ও রানের বিবেচনায় তার চেয়ে এগিয়ে আছেন আরেক ইংলিশ অধিনায়ক অ্যালিয়েস্টার কুক। বাঁ-হাতি ওপেনার কুক ১৬১ টেস্টে রান করেছেন ১২৪৭২ ও সেঞ্চুরি করেছেন ৩৩ঠি। সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি ভারতের শচীন টেন্ডুলকারের ২০০ টেস্টে ৫১টি। রুটের সেঞ্চুরির টেস্টে অসাধারণ এক কীর্তি গড়েছেন ভারতীয় স্পিন অলরাউন্ডার রবীচন্দন অশ্বিন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কোনো দলের বিপক্ষে হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন এই ভারতীয় অফ স্পিনার।.তার আগে ইংল্যান্ডের ইয়ান বোথাম, উইলফ্রেড রোডস ও স্টুয়ার্ট ব্রড, অস্ট্রেলিয়ার পক্ষে জর্জ গিফেন ও মন্টি গ্লোবেল এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে স্যার গ্যারি সোবার্স কীর্তিটি গড়েছিলেন। বোথাম হাজার রান ও শত উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ২২ টেস্টে। জনি বেয়ারস্টোকে আউট করে অশ্বিন রেকর্ডটি গড়েন ২৩তম টেস্টে।

গতকাল ১১২ রানে পঞ্চম উইকেটের পতনের পর বেন ফোকসকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ৪৩.৩ ওভারে যোগ করেন ১১৩ রান। ফোকস আউট হন ৪৭ রানে। ভারতের পক্ষে ৩ উইকেট নেন অভিষিক্ত পেসার আকাশ দ্বীপ।

সর্বশেষ খবর