শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দাম বাড়ল টিকিটের

ক্রীড়া প্রতিবেদক

দাম বাড়ল টিকিটের

বিপিএলের কোয়ালিফাইয়ার্স ও এলিমিনেটর পর্বের চার দল চূড়ান্ত। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফাইয়ার্সে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই দিন দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে খেলবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কোয়ালিফাইয়ার্স জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে ১ মার্চ। পরাজিত দল ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় দ্বিতীয় কোয়ালিফাইয়ার্সে খেলবে এলিমিনেটর জয়ী দলের বিপক্ষে। গতকাল বিসিবি এলিমিনেটর ও প্লে অফের টিকিটের দাম নতুন করে ঘোষণা করেছে। এতে দাম বেড়েছে টিকিটের। লিগ পর্বে ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ছিল ২০০ টাকা। এবার ৩০০ টাকা। নর্থ-সাউথ স্ট্যান্ডের নতুন দাম ধরা হয়েছে ৫০০ টাকা। আগের দাম ছিল ৪০০ টাকা। এ ছাড়া ক্লাব হাউস ৮০০ ও ভিআইপি স্ট্যান্ডের একেকটি টিকিটের দাম ১৫০০ টাকা। সর্বোচ্চ ২৫০০ টাকা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বুথ ছাড়াও টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। টিকিট বিক্রি চলবে ম্যাচের দিন ও তার আগের দিন। টিকিট বিক্রয় আজ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

সর্বশেষ খবর