রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এলিমিনেটরে কাল মুখোমুখি বরিশাল-চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক

এলিমিনেটরে কাল মুখোমুখি বরিশাল-চট্টগ্রাম

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিছুটা টেনশনে ছিল ফরচুন বরিশাল। এলিমিনেটর পর্বে খেলতে জিততেই হতো তামিম ইকবালের বরিশালকে। সেই কাজটি সহজে সেরে নিয়েছে ভিন্ন ভিন্ন নামে তিনবার বিপিএলের ফাইনাল খেলা বরিশাল। কুমিল্লাকে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় দল হিসেবে চলতি আসরের এলিমিনেটর পর্বে খেলছে দলটি। আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে এলিমিনেটর ম্যাচে তামিমের বরিশাল খেলবে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। চট্টগ্রাম আগেই এলিমিনেটর নিশ্চিত করে নেয়। আগামীকালের ম্যাচের জয়ী দলের ফাইনাল খেলার আশা জিঁইয়ে থাকবে। এ জন্য দলটিকে খেলতে হবে প্রথম কোয়ালিফাইয়ার্সের রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরাজিত দলের বিপক্ষে।

কুমিল্লার বিপক্ষে টেনশনের ম্যাচ ছিল ঠিকই, কিন্তু বরিশালের টিম ম্যানেজমেন্ট জানত এলিমিনেটর পর্ব খেলবে। কেননা রানরেটের সমীকরণে খুলনা টাইগার্স থেকে বেশ এগিয়ে ছিল বরিশাল। এলিমিনেটর পর্ব অনেকটা নিশ্চিত জেনে বরিশালের কর্মকর্তারা উড়িয়ে আনছেন টি-২০ ক্রিকেটে ‘কিলার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার মিলারকে। আগামীকাল তিনি খেলবেন শুভাগতদের বিপক্ষে। মিলার ছাড়া বরিশাল তারকা ক্রিকেটারে ভরা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তিন অধিনায়ক খেলছেন দলটিতে। তামিম ইকবাল অধিনায়ক। এ ছাড়া রয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও রয়েছেন। শুভাগতের চট্টগ্রামে খেলছেন ড্যাসিং ওপেনার তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দীপু, নাজিবুল্লাহ জাদরানরা। তামিম আবার দলের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে ৬৫ বলে ৮টি করে চার ও ছক্কায় ১১৬ রানের ইনিংস খেলেন। চট্টগ্রাম ছন্দময় ক্রিকেট খেলে লিগ পর্বে দুবারই বরিশালকে হারিয়েছে। সিলেটে প্রথম মুখোমুখিতে ১০ রানে জিতেছিল চট্টগ্রাম। প্রথম ব্যাটিংয়ে শ্রীলঙ্কান ওপেনার অভিস্কা ফার্নান্দোর ৯১ রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৩ রান করে। জবাবে বরিশাল থেমে যায় ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রানে। দ্বিতীয় মুখোমুখিতে চট্টগ্রামের জয়টি ছিল আরেকটু বড় ব্যবধানে, ১৬ রানে। চট্টগ্রাম প্রথমে ব্যাট করে সংগ্রহ করেছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান। সর্বোচ্চ ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন টম ব্রুস। জবাবে বরিশাল থেমে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তুলে। চট্টগ্রামের তানজিদ ১১ ম্যাচের ১১ ইনিংসে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৩৮২ রান করেছেন। লিগ পর্ব শেষে সবচেয়ে বেশি রান করেছেন তামিম, ১১ ম্যাচে ৩৯১।

 

সর্বশেষ খবর