রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাচি টেস্টে ১৩৪ রানে এগিয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

রাচি টেস্টে ১৩৪ রানে এগিয়ে ইংল্যান্ড

টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি ইতিহাসের পাতায় নাম লিখেন তরুণ বাঁ হাতি ওপেনার ইয়াশাভি জয়সোয়াল। রাচি টেস্টেও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন তরুণ ওপেনার। কিন্তু ৭৩ রানেই থেমে যান জয়সোয়াল। টানা তিন সেঞ্চুরি করে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের পাশে নাম লিখতে পারলেন না। গতকাল তরুণ ইংলিশ স্পিনার শোয়েব বাশিরের বলে আউট হন ব্যক্তিগত ৭৩ রানে। জয়সোয়ালের হাফ সেঞ্চুরির ইনিংসে গতকাল দ্বিতীয় দিন শেষ করেছে ভারত ৭ উইকেটে ২১৯ রান তুলে। সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা সফরকারী ইংল্যান্ড টেস্টে এগিয়ে ১৩৪ রানে। আজ তৃতীয় দিন ভারত খেলতে নামবে হাতে ৩ উইকেট নিয়ে। ৫ টেস্ট সিরিজের প্রথমটি জিতেছে ইংল্যান্ড এবং দ্বিতীয় ও তৃতীয়টি জিতেছে ভারত। জয়সোয়াল আউট হয়েছেন ৭৩ রানে। এখন পর্যন্ত সিরিজে জয়সোয়ালের রান ৪ টেস্টের ৭ ইনিংসে ১০৩.০০ গড়ে ৬১৮।

প্রথম দিন ইংল্যান্ড শেষ করেছিল জো রুটের অপরাজিত ১০৬ রান নিয়ে। সাবেক ইংলিশ অধিনায়ক গতকাল ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরিটিকে টেনে নিয়ে যান ১২২ রান পর্যন্ত। তবে তাকে আউট করতে পারেনি স্বাগতিক বোলাররা। তার অপরাজিত ইনিংসে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৩ রানে। অভিষিক্ত পেসার আকাশ দ্বীপ ৩ উইকেট নেন ৮৩ রানের খরচে। রবীন্দ্র জাদেজা ৪ উইকেট নেন ৬৭ রানের খরচে। শেষ দিকে অলি রবসন ৫৮ রান করলে সাড়ে তিনশ পেরোয়। রুট ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৭৪ বলে ১০ চারে। ভারতকে আটকে রাখার নায়ক স্পিনার বাশির ৪ উইকেট নেন ৮৪ রানের খরচে।

 

সর্বশেষ খবর