রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিরোপার আরও কাছে লেভারকুজেন

ক্রীড়া ডেস্ক

আগের ম্যাচে বায়ার্ন মিউনিখের রেকর্ড স্পর্শ করেছিল লেভারকুজেন। শুক্রবার রাতে মাইঞ্জকে হারিয়ে ৩৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল তারা। চলতি মৌসুমের হার না মানা সবচেয়ে বেশি ম্যাচে রেকর্ড এখন তাদেরই। এর আগে ২০১৯ ও ২০২০ সালে দুই মৌসুম মিলিয়ে সব প্রতিযোগিতায় টানা ৩২ ম্যাচে অপরাজিত ছিল বার্য়ান। মাইঞ্জকে ২-১ গোলে হারিয়ে বুন্দেসলিগায় শিরোপার আরও কাছে চলে এলো লেভারকুজেন। ২৩ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে। অন্যদিকে এক ম্যাচ কম খেলে বায়ার্নের সংগ্রহ ৫০।

শুক্রবার ঘরের মাঠে ৩ মিনিটেই গ্র্যানিতের গোলে এগিয়ে যায় লেভারকুজেন। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলের জয় নিশ্চিত করে রবার্ট অ্যান্তরিখ।

 

 

সর্বশেষ খবর