মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কোয়ালিফায়ারে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

কোয়ালিফায়ারে বরিশাল

ছুটির দিন ছিল গতকাল। বিপিএলের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার্সের ম্যাচ দেখতে দুপুর ১২টা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম জনারণ্যে পরিণত হয়। এর মধ্যে লাল জার্সি পরা ২০-২৫ ক্রিকেটপ্রেমী স্টেডিয়ামের পরিবেশ পাল্টে ফেলেন ‘বরিশাল, বরিশাল’ বলে চিৎকার করে। দিন শেষে এসব ক্রিকেটপ্রেমীদের হতাশ করেননি তামিম ইকবাল, কাইলি মায়ার্স, ডেভিড মিলাররা। দুপুর দেড়টায় বিপিএলের একমাত্র এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩১ বল হাতে রেখে ৭ উইকেটে হারায় ফরচুন বরিশাল। ফাইনালের আশা টিকিয়ে রাখা ম্যাচটিতে জোড়া হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন বরিশালের অধিনায়ক তামিম ও মায়ার্স। ২৮ ফেব্রুয়ারি, বুধবার দ্বিতীয় কোয়ালিফাইয়ার্সে বরিশাল মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। অলরাউন্ডিং পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন বরিশালের ক্যারিবিয়ান অলরাউন্ডার মায়ার্স। ৪ ওভারের স্পেলে ২৮ রানের খরচে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ২৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। তামিম ৫২ রানে অপরাজিত ছিলেন ৯ চারে। ফাইনালের খেলার আশা টিকানোর ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মায়ার্স, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান করে চট্টগ্রাম। দলটির কোনো ক্রিকেটার পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেননি। সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার জশ ব্রাউন। ২২ বলের ইনিংসটিতে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। টাইগার ওপেনার তানজিদ তামিম আউট হন ২ রানে। অধিনায়ক শুভাগত ১৬ বলে ২৪ রান করেন ৪ চারে। মায়ার্স, সাইফুদ্দিন ও ম্যাককয় ২টি করে উইকেট নেন। টার্গেট ১৩৬ রান। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন বাঁ হাতি ব্যাটার সৌম্য সরকার। এরপর অধিনায়ক তামিম ও মায়ার্স দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ বলে ৯৮ রান যোগ করে দলের জয়ের ভিত গড়েন। মায়ার্স দলীয় ১০০ রানে আউট হন বিলাল খানের বলে। এরপর অধিনায়ক তামিম তৃতীয় উইকেট জুটিতে প্রোটিয়াস ক্রিকেটার মিলারকে নিয়ে যোগ করেন ২৫ রান। মিলার ১৩ বলে ১৭ রান করে আউট হন। তামিম অপরাজিত থাকেন ৫২ রানে।

বিপিএলের চলতি আসরে তামিম প্রথম ক্রিকেটার হিসেবে ৪০০-এর ওপরে রান করেন। ১৩ ম্যাচে তার রান ৪৪৩। ম্যাচসেরার মায়ার্সের স্কোরগুলো ৪৬, ৪৮, ২৫ ও ৫০।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর