মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিরিজ জিতল ভারত

ক্রীড়া প্রতিবেদক

সিরিজ জিতল ভারত

২০১৩ সালের পর ভারতের মাটিতে কখনোই টেস্ট সিরিজ জেতেনি ইংল্যান্ড। ভারতও কোনো টেস্ট সিরিজ হারেনি। টানা ১৬ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামেন রোহিত শর্মারা। ১১ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রাখেন স্টোকসরা। হায়দরাবাদ টেস্ট জিতেও নেয় বাজ ক্রিকেট খেলে। তখন মনে হয়েছিল সিরিজের সমীকরণ পাল্টে যেতে পারে। কিন্তু রাজকোটে জিতে রাঁচিতে খেলতে নামে রোহিত বাহিনী। রবিচন্দন অশ্বিন, কুলদীপ যাদবের ঘূর্ণিতে ৫ উইকেটে টেস্ট জিতে নেয় ভারত। ধর্মশালায় সিরিজের শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ৭ মার্চ। এক টেস্ট হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে ভারত। ঘরের মাটিতে টানা ১৭ সিরিজ জিতল রোহিত বাহিনী। স্বাগতিকরা টেস্ট সিরিজ জিতেছে দলের সেরা তারকা ব্যাটার বিরাট কোহলিকে ছাড়া। প্রথম ইনিংসে ৯০ ও দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জোরেল। ১৫২ রানের টার্গেটে তৃতীয় দিন বিনা উইকেটে ৪০ রান তুলে নেয় ভারত। গতকাল সহজ জয়ের পথে খেললেও এক পর্যায়ে ৮৪ থেকে ১২০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে শুভমান গিল ও জোরেল ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। গিল অপরাজিত ছিলেন ৫২ রানে এবং জোরেল ৩৯ রানে। এর আগে অধিনায়ক রোহিত খেলেন ৫২ রানের ইনিংস। টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরির ইনিংস খেলা জয়সওয়াল সাজঘরে ফেরেন ৩৭ রানে। ৪ টেস্টের ৮ ইনিংসে বাঁ হাতি ওপেনারের রান ৬৫৫।

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর