মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

লিগ কাপের চ্যাম্পিয়ন লিভারপুল

ক্রীড়া ডেস্ক

লিগ কাপের চ্যাম্পিয়ন লিভারপুল

লিগ কাপের ফাইনালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। গত রবিবার গভীর রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ভার্জিল ফন ডাইকের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে অলরেডরা। লিগ কাপে ১০ নম্বর শিরোপা জয় করল লিভারপুল। এ টুর্নামেন্টে তারাই সর্বোচ্চ সংখ্যক শিরোপাজয়ী দল। ৮টি ট্রফি জিতে তালিকার দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।

চলতি বছর প্রথম ট্রফি জয় করল লিভারপুল। লিগ কাপে ২০২১-২২ মৌসুমেও চ্যাম্পিয়ন হয় অলরেডরা। সেবার চেলসিকেই হারিয়েছিল ফাইনালে। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জয় পেয়েছিল অলরেডরা। এবার আর টাইব্রেকারে যেতে হয়নি। ম্যাচের ১১৮ মিনিটে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন ফন ডাইক। দারুণ এ জয়ের পর লিভারপুলের কোচ জার্গেন ক্লপ বলেছেন, ‘আমাকে বলা হয়েছিল, এই শিশুদের নিয়ে ট্রফি জেতা যায় না। এটা এখন নতুন করে লিখুন। ২০ বছরের ক্যারিয়ারে আমার জেতা সবচেয়ে স্পেশাল ট্রফি এটিই।’ লিভারপুল চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফএ কাপও জিততে পারে। লিগে তারা ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এফএ কাপে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে।

 

সর্বশেষ খবর