মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এশিয়ান আর্চারিতে সোনা জেতা হলো না বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান আর্চারিতে সোনা জেতা হলো না বাংলাদেশের

দুই ইভেন্টে সোনা জিততে পারত বাংলাদেশ। কিন্তু তা আর হলো না। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতের কাছে হেরে রুপাতেই সন্তুষ্ট আর্চাররা। রবিবার রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আবদুর রহমানকে নিয়ে গড়া বাংলাদেশ দল ২-৬ পয়েন্টে ভারতের কাছে হেরে যায়। বাংলাদেশের তিন আর্চার প্রথম সেটে ৫৫ স্কোর করেন। ভারতের ছিল ৫৪। শুরুটা জয়ে হলেও পরের সেটেই ভরাডুবি হাকিম-সাগরদের। বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪৯ আর ভারতের ৫৪। তৃতীয় সেটে ভারত ৫৭-৫৩ পয়েন্টে জেতে। টিকে থাকতে বাংলাদেশের দরকার ছিল চতুর্থ সেটে ঘুরে দাঁড়ানো। উল্টো ৫৬-৫৩ পয়েন্টে হেরেই সোনা হাতছাড়া হয়ে যায়।

অন্যদিকে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে আরও করুণ অবস্থা। ফাইনালে বাংলাদেশ কোনো সেটই জিততে পারেনি। সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী জুটি ০-৬ পয়েন্টে হেরে যান। ভারতের জুটির সামনে তারা সুবিধাই করতে পারেননি।  ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত টুর্নামেন্টে ব্রোঞ্জও জেতে বাংলাদেশ। দিয়া সিদ্দিকী, সীমা আক্তার ও ফাহমিদা সুলতানাকে নিয়ে গড়া স্বাগতিক ইরাককে ৬-০ ব্যবধানে হারায়।

 

সর্বশেষ খবর