বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দাবায় চ্যাম্পিয়ন ফাহাদ

ক্রীড়া প্রতিবেদক

দাবায় চ্যাম্পিয়ন ফাহাদ

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি গ্র্যান্ড মাস্টার এসপিরেন্ট (২) দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তবে গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য এ টুর্নামেন্ট থেকে কোনো নর্ম অর্জন করতে পারেননি তিনি। অবশ্য সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ একটি নর্ম পেয়েছেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। একই পয়েন্ট পেয়ে ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত রানার-আপ হয়েছেন। দুজনের পয়েন্ট সমান হলেও জয়ের সংখ্যা বেশি থাকায় চ্যাম্পিয়ন হন ফাহাদ।

ভাগ্যগুণেই চ্যাম্পিয়ন হন তিনি। অষ্টম রাউন্ড পর্যন্ত তিনি কখনো শীর্ষে ছিলেন না। গতকাল শেষ রাউন্ডে ফাহাদ গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদের বিপক্ষে ওয়াকওভার পান। এতেই চ্যাম্পিয়ন হন ফাহাদ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার ১০ জন দাবাড়ু এ টুর্নামেন্টে অংশ নেন। এদের মধ্যে তিনজন গ্র্যান্ড মাস্টার, চারজন আন্তর্জাতিক মাস্টার, দুজন ফিদে মাস্টার ও একজন ক্যান্ডিডেট মাস্টার ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর