শিরোনাম
বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রথমবার আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক

পুরুষ ক্রিকেটে অস্ট্রেলিয়া দল নিয়মিত বাংলাদেশ সফর করছে। এবারে প্রথমবারের মতো আসছে নারী দল। তিনটি ওয়ানডে ও টি-২০ খেলতে আগামী মাসেই ঢাকা সফর করবেন নারী ক্রিকেটাররা। ২১ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে বাংলাদেশের বিপক্ষে তারা সিরিজ খেলবেন। সফরের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। অ্যালিসা হিলির নেতৃত্বে পূর্ণশক্তির দলই নিগার সুলতানাদের মুখোমুখি হবে। তাহলিয়া ম্যাগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি এ দলের সেরা শক্তি। দলে ফেরানো হয়েছে পেসার টেইলাডেলমিস্কাকে। সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে চোখ রেখেই সফরে দল পাঠাচ্ছে টিম অস্ট্রেলিয়া। দুই দলের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়া নারী দল

অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিমগার্থ, গ্রেস হ্যারিস (শুধু টি-২০), অ্যালেনাকিং, ফোবিলিচ ফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), মোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসা পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ার হার্স ও ড্রেসিক্স।

সর্বশেষ খবর