বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দ্বিতীয় লেগেই আসল লড়াই

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় লেগেই আসল লড়াই

পেশাদার ফুটবল লিগে শীর্ষেই অবস্থান করছে বসুন্ধরা কিংস। নয় ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রথম লেগে এগিয়ে রয়েছে তারা। সচরাচর দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী থাকে। ২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পরই লিগে টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে কিংস। এর মধ্যে একবার শেখ জামাল ধানমন্ডি রানার্সআপ হলেও বাকি তিনবার আবাহনী। এখনো দ্বিতীয় লেগ মাঠে গড়ায়নি। তাই কিংস যে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হবে তা আপাতত বলা যাচ্ছে না। রানার্সআপের ক্ষেত্রেও তাই। তবে পয়েন্ট টেবিলে ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। পেশাদার লিগে ঐতিহ্যবাহী মোহামেডান কখনো শিরোপা জিততে পারেনি। প্রথম তিন আসরে রানার্সআপই তাদের বড় প্রাপ্তি। ২০০৭ সালে আবার তারা অপরাজিত রানার্সআপ হয়। প্রথম তিন আসরের পর মোহামেডানকে আর খুঁজেই পাওয়া যায়নি। ২০১৫ সালে তৃতীয় স্থানে থাকার পর ঐতিহ্যবাহী এ দল রেলিগেশনের লড়াই করেছে।

এবার লিগে বদলে যাওয়া মোহামেডানের দেখা মিলছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে প্রথম লেগ শেষ করলেও ১০ ক্লাবের মধ্যে তারাই একমাত্র অপরাজিত দল। কিংসের একমাত্র হার মোহামেডানের বিপক্ষে। ২০১০ লিগের পর তারা প্রথম লেগে এ প্রথম আবাহনীকে টপকাল। বসুন্ধরা কিংস ১ ড্র ও ১ হারে ৫ পয়েন্ট হারালেও ফুটবলপ্রেমীদের ধারণা, এবারও লিগের ট্রফি তাদেরই ঘরে থাকবে। প্রশ্নটা রানার্সআপ ঘিরেই। নয় ম্যাচে ১৫ পয়েন্ট। অর্থাৎ কিংসের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থাকলেও মোহামেডানের সঙ্গে আবাহনীর ব্যবধান মাত্র ২। তারাও রানার্সআপ হতে পারে।

শীর্ষে থাকলেও কিংস তাদের নিরাপদ মনে করছে না। কেননা পেশাদার লিগে ইমরুল হাসানের নেতৃত্বে কমিটি যে কৌশলী ফিকশ্চার তৈরি করেছে, তাতেই লিগে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেছে। কিংসের ফুটবলাররাও আঁচ করতে পারছেন আসল লড়াই হবে দ্বিতীয় লেগে। এবার শুধু বিদেশিরা নন, স্থানীয় ফুটবলাররা নৈপুণ্যের স্বাক্ষর রাখছেন। যে অবস্থা তাতে শীর্ষে থাকা তিন দলের মধ্যেই লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। তার পরও কখন কী অঘটন ঘটে বলা মুশকিল।

টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে গেল লিগেই ৭৫ বছরের ইতিহাসে রেকর্ড গড়ে কিংস। এবার পাঁচে পাঁচ হলে আরেক ইতিহাস। সাফল্য ধরে রাখতে কোচ অস্কার ব্রুজোন তাঁর শিষ্যদের সেভাবেই শুধরিয়ে দ্বিতীয় লেগে মাঠে নামাবেন। কোচ আলফাজ আহমেদও চাইবেন মোহামেডানকে আরও জাগিয়ে তুলতে। অনেকদিন পর শিরোপা রেসে তাই যতটা পারা যায় সে চেষ্টাটাই করবে সাদা-কালোরা। দ্বিতীয় লেগে শক্তি বাড়াতে জামাল ভূঁইয়াকে নিশ্চিত করেছে আবাহনী। আরও রদবদল হতে পারে। মড়ণকামড় দিতে সব চেষ্টাই করবে সর্বোচ্চ শিরোপাধারী দলটি। ১৩ পয়েন্ট অ্যাকাউন্টে জমা থাকায় শেখ জামাল ধানমন্ডির আরও সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসল লড়াইটা হবে দ্বিতীয় লেগেই।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর