বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জাতীয় দলে নতুন তিন মুখ

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সামনে ফিলিস্তিনের বিপক্ষে দুই ম্যাচ। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে দুটি ম্যাচের জন্য গতকাল ২৮ সদস্যের বাংলাদেশ জাতীয় দলের নাম ঘোষণা করেছেন কোচ হাবিয়ের ক্যাবরেরা। দলে জায়গা করে নিয়েছেন নতুন তিন মুখ। এরা হলেন কাজেম কিরমানি শাহ, রাব্বি হোসেন রাহুল ও তাজউদ্দিন। এ ছাড়া দলে ফিরেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মণ। পুলিশ এফসিতে খেলা কাজেমের বাবা হলেন সাবেক তারকা ক্রিকেটার হালিম শাহ। জাতীয় দলের আরেক ফুটবলার সাদউদ্দিনের ছোট ভাই তাজউদ্দিন।

প্রাথমিক দলে ফের জায়গা পেয়েছেন মোহামেডানের উইঙ্গার শাহারিয়ার ইমন। তবে চোটের কারণে দলে নেই তারিক কাজী ও শেখ মোরসালিন। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে জাতীয় দল। ২১ মার্চ কুয়েতে অ্যাওয়ে ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শনিবার সৌদির উদ্দেশে ঢাকা ছাড়বে দল। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বসুন্ধরা কিংস অ্যারিনায় হোম ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা।

 

স্কোয়াড

গোলকিপার

আনিসুর রহমান, মিতুল মারমা, মেহেদী হাসান, মাহফুজ হাসান

রক্ষণভাগ

বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তপু বর্মণ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল আহমেদ, সাদউদ্দিন, তাজউদ্দিন

মধ্যমাঠ

সোহেল রানা সিনিয়র, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, মজিবর রহমান জনি, রবিউল হাসান, সৈয়দ কাজেম শাহ, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ

আক্রমণভাগ

রাকিব হোসেন, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ, রফিকুল ইসলাম

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর