বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হল্যান্ডের একাই ৫ গোল

ক্রীড়া প্রতিবেদক

হল্যান্ডের একাই ৫ গোল

ইংল্যান্ডের ফুটবলপ্রেমীরা ৫৪ বছর পর এক ম্যাচে কোনো স্ট্রাইকারকে একা ৫ গোল করতে দেখলেন। ১৯৭০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ৬ গোল করেছিলেন। দীর্ঘ সাড়ে পাঁচ দশক আগে ম্যানচেস্টার সিটির কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্ট ৬ গোল করেছিলেন। পরশু মধ্যরাতে এফএ কাপের নকআউট পর্বের ম্যাচে লুটন টাউনকে ৬-২ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানসিটি। ম্যাচে একাই ৫ গোল করেন ম্যানসিটির নরওয়ের স্ট্রাইকার হল্যান্ড। অবশ্য ম্যানসিটির জার্সিতে এক ম্যাচে ৫ গোল আগেও রয়েছে হল্যান্ডের। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জার্মানির লিপজিগের বিপক্ষে ৫ গোল করেছিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। ৫ গোলের পর হুংকার দিয়েছেন হল্যান্ড, ‘আরও আক্রমণের জন্য আমরা প্রস্তুত।’ গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন হল্যান্ড। এবার মৌসমের শুরুতে ইনজুরিতে পরে ছন্দ হারান। ১১ ম্যাচে গোল ছিল ৫টি। ইনজুরি কাটিয়ে ফেরার পরের ৭ ম্যাচে গোল করেছেন ৩টি। পরশু রাতে করেন ৫টি। ম্যানসিটির পক্ষে সব ধরনের আয়োজন মিলে ৭৯ ম্যাচে গোল করেছেন ৮৩টি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর