বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ক্লাব কাপ হকি ফাইনালে ওঠার হাইভোল্টেজ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার পর ঘরোয়া হকি মাঠে গড়িয়েছে। ক্লাব কাপের মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হতাশায় থাকা খেলোয়াড়রা। ২ মার্চ ফাইনাল দিয়েই আসরের পর্দা নামবে। আজ দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনাল খেলবে। মওলানা ভাসানী স্টেডিয়ামে ফাইনালে ওঠার প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন মেরিনার্স ইয়াংস মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ রানার্সআপ ঊষা ক্রীড়া চক্রের। সন্ধ্যা ৬টায় ‘এ’ চ্যাম্পিয়ন আবাহনী ও ‘বি’ গ্রুপ রানার্সআপ মোহামেডানের মুখোমুখি হবে। হাইভোল্টেজ দুই ম্যাচ কারা জিতবে বলা মুশকিল। তবে শক্তির বিচারে আবাহনী ও মেরিনার্সকে এগিয়ে রাখা যায়।

স্বাধীনতার পর ১৯৭৩-৭৪ মৌসুমে ঢাকার ঘরোয়া হকির যাত্রা হয়। শুরুতে আবাহনী অনেকটা এককভাবে প্রাধান্য বিস্তার করে। ১৯৭৬ সালে মোহামেডান শক্তিশালী দল গঠনের পর পাল্টে যায় দৃশ্য। লিগ, ক্লাব কাপ, অতীতে শহীদস্মৃতি বা স্বাধীনতা কাপে শিরোপা ভাগাভাগি হতো আবাহনী-মোহামেডানের মধ্যেই। স্বাধীনতার পর প্রথম লিগ চ্যাম্পিয়ন দল মাহুতটুলীর নাম বদলে ঊষা ক্রীড়া চক্র রাখা হয়। তারাও হয়ে ওঠে হকির অন্যতম পরাশক্তি। অ্যাজাক্স ও সাধারণ বীমাও একসময় সাফল্য পেত। এখন তারা অতীতই বলা যায়। মোহামেডান, আবাহনী ও ঊষার পাশাপাশি মেরিনার্স এখন পরাশক্তি। দেখা যাক শেষ পর্যন্ত কোন দুটি দল ফাইনাল খেলে।

 

 

সর্বশেষ খবর