বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মোহামেডান ছেড়ে সাকিব শেখ জামালে

ক্রীড়া প্রতিবেদক

ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের ঘরের মানুষ হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। ঐতিহ্যবাহী ক্লাবটির পরিচালকও তিনি। বিপিএলে তিনি খেলছেন রংপুর রাইডার্সে। গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে রান করেছেন মাত্র ১। বিপিএলের হেভিওয়েট ম্যাচের আগে গতকাল অনলাইনে দল-বদল করেন। বিপিএল নয়, দল-বদল করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। ৩ বছর ঢাকা মোহামেডানে খেলার পর আসন্ন মৌসুমে তিনি খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। গত ডিসেম্বরেই তিনি মোহামেডান ছেড়ে দেবেন, তা তিনি নিজেই ঘোষণা দেন। গতকাল শেখ জামাল ক্লাবটি আনুষ্ঠানিকভাবে সাকিবকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে ক্লাবটি দলভুক্ত করেছে ইয়াসির আলী, রিপন মন্ডল ও টিপু সুলতানকে। গত তিন মৌসুমে মোহামেডানের জার্সি গায়ে সাকিব সব ম্যাচ খেলেননি। চুক্তির দ্বিতীয় মৌসুমে মোহামেডান সুপার লিগে না খেলায় ধারে খেলেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে। গত মৌসুমে খেলেছেন মাত্র ৪টি ম্যাচ। প্রাইম ব্যাংকে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম। এবারের লিগে কোনো বিদেশি ক্রিকেটার খেলবেন না। লিগ শুরু হবে ৯ মার্চ। ১ মার্চ শ্রীলঙ্কা ৩টি করে ওয়ানডে ও টি-২০ এবং টেস্ট খেলতে ঢাকায় আসবে। তখন জাতীয় দলের ক্রিকেটারদের লিগে দেখা যাবে না। 

 

সর্বশেষ খবর