শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সেরা ব্যাটারের লড়াইয়ে তামিম তৌহিদ

ক্রীড়া প্রতিবেদক

সেরা ব্যাটারের লড়াইয়ে তামিম তৌহিদ

বিপিএলের একটি খেলা বাকি, ফাইনাল। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও প্রথমবার শিরোপা জয়ে বিভোর ফরচুন বরিশাল। কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের ওপেনার লিটন দাস আর বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। কুমিল্লা ফাইনালে উঠেছে প্রথম কোয়ালিফাইয়ার্স জিতে। বরিশাল ফাইনাল খেলছে এলিমিনেটর পর্ব জয়ের পর দ্বিতীয় কোয়ালিফাইয়ার্স জিতে। দুই দলের আজ শিরোপা জয়ে ব্যাট হাতে ভূমিকা রাখতে পারেন তামিম ও তৌহিদ হৃদয়। তামিম শুধু বরিশাল নন, পুরো আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন। ১৪ ম্যাচের ১৪ ইনিংসে একটিতে অপরাজিত থেকে তিন হাফ সেঞ্চুরিতে ৪৫৩ রান করেছেন বাঁ হাতি ওপেনার।

বরিশালের অধিনায়কের স্ট্রাইকরেট ১২৫.৪৮, গড় ৩৪.৮৪ এবং ছক্কা মেরেছেন ১৫টি, বাউন্ডারি হাঁকিয়েছেন ৫১টি। সেরা ব্যাটারের লড়াইয়ে এগিয়ে তিনি। দুইয়ে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তৌহিদ হৃদয়। কুমিল্লার তরুণ ক্রিকেটার ১৩ ম্যাচের ১৩ ইনিংসে দুই অপরাজিত থেকে রান করেছেন ৪৪৭। সর্বোচ্চ রান অপরাজিত ১০৮। হাফ সেঞ্চুরি দুটি। স্ট্রাইকরেট ১৪৯.৪৯ এবং গড় ৪০.৬৩। ছক্কা মেরেছেন ৩৪টি, বাউন্ডারি ১৫টি। দুজনের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সম্ভাবনা বেশি। এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৩৮৪ রান করেছেন তানজিদ তামিম। চট্টগ্রাম ফাইনালে নেই বলে তার সম্ভাবনাও নেই। ১৩ ম্যাচে ৩৭৫ রান করে চারে কুমিল্লার অধিনায়ক লিটন দাস। তামিম ও তৌহিদকে টপকাতে লিটনকে প্রায় সেঞ্চুরি করতে হবে। কুমিল্লার অধিনায়কের চেয়ে তামিম এগিয়ে রয়েছেন ৭৮ রানে এবং সতীর্থ তৌহিদ ৭২ রানে। পাঁচে রয়েছেন দ্বিতীয় কোয়ালিফাইয়ার্সের ম্যাচসেরা মুশফিকুর রহিম। বরিশালের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটার রান করেছেন ৩৫৭।

সর্বশেষ খবর