শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আবাহনী-মেরিনার্স ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী-মেরিনার্স ফাইনাল

ঢাকা প্রিমিয়ার হকি লিগের শেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মেরিনার্স ইয়াংস। প্রায় ২৮ মাস পর ঘরোয়া হকি মাঠে নেমেছে। এবারও শিরোপা উৎসবের অপেক্ষায় মেরিনার্স। তবে লিগ নয়, মৌসুমে প্রথম ট্রফি ক্লাবকাপে। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ৮-৪ গোলে তারা পরাজিত করেছে পুরান ঢাকার ঊষা ক্রীড়া চক্রকে। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা খেলে ঊষাকে চাপে রাখে মেরিনার্স। ফলও পেয়ে যায় প্রথম মিনিটে। পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজের ড্রাগ ফ্লিকে পরাস্ত করেন প্রতিপক্ষের গোলরক্ষক অসীম গোপকে। নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মইনুল ইসলাম কৌশিকের আড়াআড়ি ক্রসে সার্কেলের ভিতর থেকে রিভার্স হিটে জালে বল পাঠান ভারতীয় ফরোয়ার্ড মিথিলেশ।

একের পর এক আক্রমণ করে ব্যবধান বাড়াতে থাকে মেরিনার্স। ৩৩ মিনিটের মধ্যে সবুজ ও কৌশিক জালে বল পাঠালে ৪-০ গোলে এগিয়ে যায় আরামবাগ পাড়ার দলটি। ৩৭ মিনিটে ফজলে হোসেন রাব্বি দলের পঞ্চম গোল করেন। ৪৩ মিনিটে পেনাল্টি স্ট্রোকে হ্যাটট্রিক পূরণ করেন সবুজ। এর পরই হুঁশ ফেরে ঊষার। ৪ গোল পরিশোধ করেও লাভ হয়নি। মেরিনার্স আরও ২ গোল করে বড় জয় নিয়েই ফাইনালে ওঠে।

আগামীকাল মেরিনার্স শিরোপার ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে লড়বে। গতকাল দিনের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী ৩-২ গোলে মোহামেডানকে পরাজিত করেছে। প্রথমে আমিরুল ইসলামের গোলে মোহামেডান এগিয়ে যায়। সমতা ফেরাতে বেশি সময় নেয়নি আবাহনী। ৭ মিনিটে পুষ্কর ক্ষীসা মিমো গোল করেন। ৩২ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন রোমান সরকার। ৫০ মিনিটে আবারও তিনি গোল করেন। ৫৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে মোহামেডানের ব্যবধান কমান চার্লস উর্লিক।

সর্বশেষ খবর