শিরোনাম
শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

টিকিট ছিল সোনার হরিণ

ক্রীড়া প্রতিবেদক

টিকিট ছিল সোনার হরিণ

বিপিএলের ফাইনাল দেখতে ময়মনসিংহ থেকে দুই দিন আগে ঢাকায় এসেছেন জয়। গত পরশু সারা দিন মিরপুর স্টেডিয়ামের এদিক-ওদিক ঘুরেছেন একটি টিকিট সংগ্রহের আশায়। কিন্তু টিকিটের টিকিটি খুঁজে পাননি। ক্লাব হাউসের ৮০০ টাকা দামের টিকিট কালোবাজারিতে বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা। তার কাছে টিকিটের দাম লেগেছে অবিশ্বাস্য! লোকভেদে কালোবাজারিরা গ্যালারির টিকিটের দাম হাঁকিয়েছে ২ হাজার টাকা। গতকাল ফাইনালে সকালে মাঠে হাজির হন জয়। ৩০০ টাকা গ্যালারির টিকিট কিনেছেন ২ হাজার টাকায়, ‘খেলা দেখতে এসে দেখতে পারব না, এটা মানতে পারছিলাম না। তাই অনেকটা জিদ করে ছয় গুণ দামেই কিনেছি।’ বেশি দামে কিনলেও নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন জয়। সাহস করে তিনি কিনেছেন। কিন্তু স্টেডিয়ামের চারদিকে একটি টিকিটের আশায় ঘুরেছেন প্রায় ১০ হাজার ক্রিকেটপ্রেমী। টাকা থাকার পরও অনেকেই কিনতে পারেননি। স্কুলছাত্র রুসলান টাকা নিয়ে এসেও খালি হাতে ফিরে গেছেন বাসায়। তার কাছে মনে হয়েছে বিপিএলের টিকিট সোনার হরিণ, ‘কালোবাজারিতে টিকিট বিক্রি হবে জেনেই বাসা থেকে টাকা নিয়ে এসেছিলাম। কিন্তু জোগাড় করতে পারিনি। কারণ একটা টিকিট কিনতে ১৫-১৬ জন ক্রিকেটপ্রেমী ঝাঁপিয়ে পড়েছেন কালোবাজারির ওপর। আমার কাছে মনে হয়েছে বিপিএলের টিকিট যেন সোনার হরিণ!’

সাত দলের বিপিএলের রঙিন ফাইনাল খেলেছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলের ফাইনাল দেখতে সকাল থেকেই হাজার হাজার ক্রিকেটপ্রেমীর সব রাস্তা মিলেছিল মিরপুর স্টেডিয়ামের দিকে। গতকাল ছিল বন্ধের দিন। দুপুরে গেট খোলার পর পরই ভরতে শুরু করে এবং খেলা শুরুর দুই ঘণ্টা আগে পুরোপুরি ভরে যায় গ্যালারি। দুই দলের জার্সির রং ছিল লাল। লাল বন্যায় ভেসেছে গোটা স্টেডিয়াম! চোখ ধাঁধানো এক পরিবেশ।

সর্বশেষ খবর