শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শুরুতেই বাংলাদেশের নেপাল পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

শুরুতেই বাংলাদেশের নেপাল পরীক্ষা

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যুগ্ম চ্যাম্পিয়ন হয় ভারতের সঙ্গে। দুই সপ্তাহ পার হয়নি সেই আসর। এরই মধ্যে আরেক শিরোপা মিশনে নামছেন বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডু আনফা কমপ্লেক্সে আজ  অনূর্ধ্ব -১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দেশ সরাসরি ফাইনাল খেলবে। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ৫ মার্চ ভারত ও ৮ মার্চ ভুটানের বিপক্ষে পরবর্তী দুটি ম্যাচ। ফাইনালের রাস্তা ঠিক রাখতে প্রথম ম্যাচ জেতাটা খুবই জরুরি। এই কাঠমান্ডুতেই ২০২২ সালে নেপালকে হারিয়ে বাংলাদেশ জাতীয় নারী দল প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। ঢাকায় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেও নেপালকে হারিয়েছিল।

তাই বাংলাদেশের মেয়েরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন।

কোচ সাইফুল বারী টিটুর কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল। বললেন, ‘আমরা ম্যাচ টু বাই ম্যাচ খেলতে চায়। নেপাল শক্তিশালী দল, তারপর আবার ঘরের মাঠে খেলবে। জিততে হলে সেরাটাই দিতে হবে।’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা বরাবরই ভালো খেলেন। এএফসি কাপ বাছাই পর্বে বেশকটি ম্যাচে রেকর্ড গড়া জয়ও রয়েছে। এবারের টুর্নামেন্টে কেমন করে সেটাই প্রশ্ন।

সর্বশেষ খবর