শিরোনাম
শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ফাইনালে ১ মিনিট নীরবতা

ক্রীড়া প্রতিবেদক

বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএল ফাইনাল ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বেইলি রোডের ঘটনায় ক্রিকেটারা শোক প্রকাশ করেছেন। তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘বেইলি রোডের অগ্নিকাণ্ডে যারা অকালে প্রাণ হারালেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এমন ট্র্যাজেডি আর কত? আমাদের বদলানো উচিত নয়তো কখনো এর পরিবর্তন হবে না।’

সাকিব আল হাসান লিখেছেন, ‘আমরা শোকাহত। নিহত পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রয়েছে। মুশফিকুর রহিম শোক প্রকাশ করে পোস্ট করেছেন, ‘আসুন আমরা তাদের বিদেহি আত্মার জন্য প্রার্থনা করি।’ নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদসহ অনেক ক্রিকেটারই শোক প্রকাশ করেছেন।

সাবেক ফুটবলার আবদুল গাফফার বলেন, ‘এমন ট্র্যাজেডি মানতে পারছি না। ঢাকা শহরে ঘুরে ফিরে একই মর্মান্তিক ঘটনা ঘটছে। অথচ একটু সতর্ক হলে প্রাণহানি ঘটত না। বেইলি রোডে যা ঘটেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। যারা অকালে চলে গেলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’ সাবেক ফুটবলার কায়সার হামিদ বলেন, ‘স্বজন হারানোটা এমনিতেই বেদনাদায়ক। তারপরও এ মর্মান্তিক ঘটনার মৃত্যু মানি কীভাবে?’

সর্বশেষ খবর