শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

টুর্নামেন্ট সেরা ক্রিকেটার তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

শুধু ব্যাট হাতে পারফরম্যান্সই নয়, দলকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্বে দিয়েছেন তামিম ইকবাল। তামিমের অসাধারন অধিনায়কত্ব ও ব্যাটিং পারফরম্যান্সে বিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও হয়েছেন তামিম। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়ে ১০ লাখ টাকা আর্থিক পুরষ্কার পেয়েছেন। ফাইনাল সেরা ক্রিকেটার হয়েছেন বরিশালের ক্যারিবিয় ক্রিকেটার কাইল মায়ার্স। ১ উইকেট নেওয়ার পাশাপাশি ৪৬ রান করেন। পুরষ্কার জিতেছেন ৫ লক্ষ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটারও তামিম। বরিশাল অধিনায়ক টুর্নামেন্টের সর্বাধিক ৪৯২ রান করেছেন। ১৫ ম্যাচে তার সর্বোচ্চ স্কোর ৭১, গড় ৩৫.১৪, স্ট্রাইক রেট ১২৭.১৩। হাফ সেঞ্চুরি ৩টি। বাউন্ডারি মেরেছেন ৫৪টি ও ছক্কা ১৮টি। সেরা ব্যাটারের ৫ লাখ টাকা পুরস্কার জিতেছেন তামিম। সেরা উইকেট সংগ্রাহক হয়েছেন দুর্দান্ত ঢাকার বাঁ হাতি ফাস্ট বোলার শরিফুল ইসলাম। ঢাকা গোটা আসরে নিজেদের ১২ ম্যাচে টানা ১১টি হারলেও দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল। তিনি ১২ ম্যাচে ৪৪.৪ ওভারে ৩৪৯ রান দিয়ে উইকেট নেন ২২টি। ১৫.৮৬ গড় এবং ওভারপ্রতি রান খরচ করেছেন ৭.৮১। সেরা বোলিং ৪/২৪। তিনিও পেয়েছেন ৫ লাখ টাকা। ৮ ক্যাচ নিয়ে সেরা ফিল্ডার রয়েছেন মোহাম্মদ নাঈম। তিনি পুরষ্কার পেয়েছেন ৩ লাখ টাকা।      

সর্বশেষ খবর